ব্লগ: কি লেখা উচিত, কিভাবে লেখা উচিত?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ২০/০১/২০০৬ - ৮:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বাংল ায় ব্লগ লেখা যাচ্ছে দেখে আমরা সবাই তো এসে হামলে পড়লাম বাঁধ ভাঙ্গার আওয়াজে। কেউ পুত্র কন্যার ছবি আপলোড করছি। কেউ কবিতা লিখছি। কেউবা পত্রিকায় আগে ছাপা হওয়া সংবাদ তুলে দিচ্ছি। যারা অন্য মিডিয়াতে লিখেছেন তারা তাদের পুরনো লেখা আবার এখানে পোস্ট করছেন। কেউ বা এমনি এমনি একে তাকে ভেঙচি কাটছেন, ধমক দিচ্ছেন।
এসবের মানে হচ্ছে নতুন এই মাধ্যম, মানে ব্লগের কোনো চরিত্র এখনও তৈরি হয়নি। যেহেতু ইন্টারনেটে এটি প্রকাশ পাচ্ছে সেজন্য মানি যে এখানে স্বাধীনতা ব্যাপক। তা খর্বকরাটাও উচিত হবে না।
কিন্তুব্লগের তো নিজস্ব একটা চারিত্র আছে। যা অন্য লেখালেখির চেয়ে আলাদা। সেই চারিত্র ও ব্লগের ব্যাকরণ নিয়ে একধরনের আয়োজন করা দরকার। অথবা আয়োজকদের কেউ একটি বড় লেখা লিখতে পারেন যা হবে নতুন ব্লগারদের জন্য অবশ্য পাঠ্য। তাতে ব্লগারদের সামনে একটা আদর্শ থাকবে। তারপর সৃজনশীলরা যদি নানা পরীক্ষা-নিরীক্ষা করতে চান করবেন।
কিন্তু প্রথমে একটা পথ-নির্দেশিকা দরকার। যা ব্যাকরণ হিসেবে কাজ করবে। ব্লগ সম্পর্কে যাদের বিস্তারিত ধারণা আছে তারা এ বিষয়ে আমাদের সাহায্য করতে পারেন। কাকে অনুরোধ করতে পারি। আপাতত: শীর্ষব্লগার আড্ডাবাজই ভরসা। আপনিই বলুন ব্লগে কি লেখা উচিত, কিভাবে লেখা উচিত।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।