ব্লগ লেখা বিষয়ে আড্ডাবাজের পরামর্শ: সংক্ষিপ্তসার

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ২২/০১/২০০৬ - ৯:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আমার অনুরোধে আড্ডাবাজ ব্লগ লেখা বিষয়ে পরামর্শ দিয়ে একটি ব্লগ লিখেছেন। কথা দিয়েছেন পরে আরো কিছু যোগ করবেন। আমি নীচে তার পরামর্শগুলো বুলেট পয়েন্ট হিসেবে সাজিয়েছি। যাতে সহজেই চট-জলদি একজন পাঠক ধরতে পারেন বিষয়গুলো।
তবে মূল প্রসঙ্গে আসি। আমরা চাচ্ছি নতুন ব্লগারদের জন্য একটি নির্দেশিকা তৈরি করতে। যাতে তারা ব্লগিংকে আরো গঠনমূলকভাবে ব্যবহার করতে পারেন। এবং পাঠকরা তাদের লেখা থেকে আরো বেশি উপকার পেতে পারেন। সেক্ষেত্রে লেখাগুলোর ক্ষেত্রে যত্ন নেয়া আবশ্যক। যাতে লেখাগুলো সত্যিই যথার্থ তথ্য বা অভিজ্ঞতা সহজ ভাষায় প্রকাশ করতে পারে।

তবে প্রথমেই ব্লগ কি? ব্লগে কি ধরনের লেখা প্রকাশ করা হয়ে থাকে? ব্লগের সাথে ওয়েবসাইটের পার্থক্য কি? -এসব বিষয়েও কিছুকথাবার্তা বলা দরকার। আশা করি আড্ডাবাজ এসব বিষয়েও লিখবেন।
তবে গত লেখাটিতে তিনি যেসব পরামর্শ দিয়েছেন সেগুলো মূলত: কিভাবে আরো ভালো লেখা যায় সে সম্পর্কে। কিভাবে লিখলে সহজে বেশি মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব সেই পরামর্শই তিনি দিয়েছেন। তার এই কথাগুলো শুধু ব্লগ নয় যেকোনো ভালো লেখার জন্য সমানভাবে প্রযোজ্য।

তো আড্ডাবাজের পরামর্শ অনুযায়ী:
ঃ লিখতে হবে ছোট ছোট বাক্যে
ঃ কঠিন ও জটিল শব্দ বাদ দিতে হবে
ঃ লেখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে
ঃ পাঠকের সাথে কথা বলার ভঙ্গিতে লেখা উচিত
ঃ প্রচুর পড়াশোনা করতে হবে
ঃ অভিধানের সাহায্য নিতে হবে
ঃ অন্যকে লেখার সমালোচনা করতে বলতে হবে
ঃ লেখার চর্চা বজায় রাখতে হবে ও একে নেশায় পরিণত করতে হবে।

এই পরামর্শগুলো ভালো লেখার জন্য অবশ্য পালনীয়। ব্লগ এর ব্যতিক্রম নয়।

আজ এ পর্যন্তই। ব্লগে পাঠকরা অন্যান্য লেখার থেকে আলাদা কি আশা করে এবং ব্লগাররা সে বিষয়গুলো কিভাবে জোগান দিতে পারবেন এসব বিষয় পরে আলোচিত হবে বলে আশা রাখছি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।