আগের লেখায় আমি যখন বলি যে ব্লগে কি লিখবেন তার একটি নির্দেশিকা থাকা দরকার, তখন অনেকেই একে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। কিন্তু এর যে প্রয়োজনীয়তা রয়েছে তা ক্রমশ: আরো তীব্রভাবে অনুভূত হচ্ছে।
জ্যোতির্ময় ঘোষবাবুর স্প্যাম-মত ব্লগ সমস্যা তো আমরা দেখলাম। জাকিরুল হক তালুকদারের লেখা নিয়েও একই সমস্যা দেখা দিয়েছে। অনেকে তার লেখা নিয়ে প্রশ্ন তোলায় তিনি পালটা একটি লেখা লিখেছেন আগে ব্লগের সংজ্ঞা জেনে আসুন।
সুতরাং এই যে সংজ্ঞা নিয়ে বিরোধ তার একটা সমাধান হওয়া আবশ্যক। তালুকদার সাহেব একটা পত্রিকার সাথে সংযুক্ত। তো পত্রিকার জন্য কম্পোজ করা ও অনুবাদ করা বিভিন্ন লেখা যদি তিনি এখানে পেস্ট করে দেন তবে তা কি সংজ্ঞায় বাদ দেয়া যাবে।
সুতরাং কিভাবে লিখবেন যদিও পরামর্শের খাতা থেকে বাদ দেয়া যায়। কি লিখবেন কিন্তুঅগ্রাহ্য করা সম্ভব নয়। লেখালেখির প্রাথমিক শর্তগুলো মানার মত ব্লগের একটি প্রধান শর্ত হওয়া উচিত এর মৌলিকতা। অর্থাৎ লেখাটি হতে হবে ব্লগারের। দ্্বিতীয়ত: লেখাটি প্রথমত: এই ব্লগের জন্য হতে হবে। অন্য কোথাও ছাপা হওয়া লেখা এখানে না দেয়াই ভালো। মৌলিক, সৃজনশীল ও সাহিত্যকর্ম ধরনের লেখাই শুধু দ্্বিতীয়বারের মত এখানে দেয়া যেতে পারে। তবে বহুপুরনো সংবাদ ও সংবাদপত্রের পাতা ভরানোর জন্য অনুবাদ করা কৌতুক ও ফিচার এখানে বার বার পেস্ট করাটা বন্ধ হওয়া উচিত।
মনে রাখা ভালো ব্লগ মানে ওয়েব লগ। ব্লগের চারিত্র হওয়া উচিত ডাইরির অনুরূপ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন