দ্্বারকানাথ কি লন্ডনে ঘুমিয়ে আছেন?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ০৩/০২/২০০৬ - ৯:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ফেব্রুয়ারি 2, 2006

ফরহাদ মামা কভেন্ট্রি থেকে এসেছে লন্ডন বেড়াতে। ছয় দিনের ছুটি। কিন্তু আমার তো আর ছুটি না। কিন্তু তার নানা রকমের প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমি কাজ করার কোনো সময় পাচ্ছি না।
কার্ল মার্কসের সমাধি যাবে সে, হাইগেইটে। আমাকে এসে জ্বালাচ্ছে। ম্যাপ বের করে দিতে হবে। আমি ইন্টারনেটে টিএফএলের ওয়েবসাইট থেকে ম্যাপ বের করে দিলাম। তবে মজার তথ্য দিলো সে যখন সে জানালা প্রিনস দ্্বারকানাথ ঠাকুরের সমাধি লন্ডনে। রবিঠাকুরের দাদা দ্্বারকানাথ। তার সমাধি এখানে কেন?
সে ঠিকানা নিয়ে এসেছে কেনসাল রাইজ সিমেট্রিতেই আছে তার সমাধি। সাথে সাথে গুগল-এ সার্চ দিলাম। বাংলা পিডিয়াতে পাওয়া গেলো দ্্বারকানাথ ঠাকুরের জীবনি। কিন্তু কোথায় মারা গেছেন সেকথা নেই। জীবনি পড়ে মনে হলো একবারই তিনি এসেছিলেন লন্ডনে তারপর ফেরত চলে যান। তবে কি তিনি আবার এসেছিলেন পরে। সত্যিই কি এখানে তার সমাধি। মাসুদা ভাট্টিকে জিজ্ঞেস করতে হবে। ও নিশ্চয়ই জানে। নতুবা গাফফার চৌধুরী।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।