পাভেল তার ট্রেনিং শেষে ঢাকায় ফিরে যাচ্ছে। তাই শুক্রবার রাতে নবনীতার বাসায় ছিল নিমন্ত্রণ। রাত প্রায় নয়টায় আমরা পেঁৗছালাম ল্যাডব্রোক গ্রোভ। সুতরাং খাওয়া-দাওয়া, সিনেমা দেখা শেষে সেখানেই রাত্রিযাপন। উদ্দেশ্য শনিবার সকালে পোর্টবেলো মার্কেট আবিষ্কার করা।
খুব কাছেই হাঁটা দূরত্বে মার্কেট। যদিও এ্যান্টিকসের জন্য মার্কেটটি বিখ্যাত। তবুশনিবারের আয়োজন মূলত: পুরনো কাপড় ও জিনিসপত্রের। দাম আবার সুপারমার্কেটের নতুন জিনিসের চেয়েও বেশি। তবে কিছু কারুশিল্পীরা নিয়ে এসেছে নতুন ডিজাইনের নানা রকম জিনিসপত্র। যেমন এক স্প্যানিশ মেয়ে বিক্রি করছিল দুটুকরা কাঁচের মধ্যে শুকনো ফুল আটকে তৈরি করা নানা রকম জিনিস। সে বানিয়েছে গলার লকেট, কোস্টার ইত্যাদি।
লন্ডন শহরের বিভিন্ন বইতে মার্কেটটির যত সুনাম পড়েছি তার সাথে বাস্তবতার কোনো মিল পেলাম না। আরেকবার আসতে হবে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন