মারা যাওয়ার আগে যা দেখতে চাই

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০২/০৩/২০০৬ - ১১:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


মানবজীবন বিলাসিতা করার মত খুব একটা লম্বা নয়। মহাবিশ্ব বাদ দিলাম এই পৃথিবীর কত বৈচিত্র্যই তো দেখা হয়নি, হয়তো হবেও না। তবু আমাদের সবার মনের কোণে একটি গোপন আশা থাকে ভ্রমণের। এই পৃথিবীর বিচিত্র সব বিখ্যাত ল্যান্ডমার্কগুলো দেখার। মনে হয়, এগুলোই যদি দেখা না হয়, তবে এই পৃথিবীতে জন্ম নিয়ে এমন কি আর লাভ হলো।
মারা যাওয়ার আগে দেখা হয়নি এমন যেসব জিনিস আমি দেখতে চাই তার তালিকা বিশাল। কিন্তুযতদিন যাচ্ছে ততই বুঝতে পারছি এই বিশাল আকাঙ্খা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি না হঠাৎ করে ট্রাভেল রাইটার হয়ে যাই। তো এই জীবন থাকতে থাকতে, অর্থাৎ মারা যাওয়ার আগে অন্তত: যেসব জায়গায় আমি যেতে চাই এবং যা কিছু দেখতে চাই তার থেকে বেছে দশটির একটি তালিকা নীচে দিলাম:
1. মিশরের পিরামিড।
2. ইস্টার দ্্বীপের মূর্তিগুলো।
3. গালাপোগাস দ্্বীপ
4. ইস্তাম্বুল
5. তাহিতি
6. আলাস্কার বরফ ঢাকা পাহাড়
7. গ্র্যান্ড ক্যানিয়ন
8. নর্দান লাইটস
9. ভেনিস ও গন্ডোলা
9. হিরোশিমা ।

আপনারা অনেকেই হয়তো এসব দেশে আছেন আর ভাবছেন অন্য কোনো জায়গা বা প্রাকৃতিক বিষ্ময় দেখার কথা। কি দেখেছেন আর কি দেখেননি চলুন তার একটি আলোচনা হোক।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।