কয়েক সপ্তাহ আগে এখানে ইসলামে নারীদের পোষাক নিয়ে দুটি পক্ষের মধ্যে বেশ বিতর্ক লেগেছিল। উভয় পক্ষ একে অপরকে আক্রমণ করে কথাবার্তা বলছিলেন। কিন্তু সত্যিকার অর্থে যুক্তি দিয়ে, প্রমাণ, কোরআন থেকে রেফারেনস দিয়ে কেউ কোন কথা উত্থাপন করছিলেন না।
বিতর্ক যদি করতেই হয় তবে তাকে যথাযথ যুক্তির উপর ভিত্তি করে সাজাতে হবে। এজন্য একটু পড়ালেখা, একটু গবেষণার প্রয়োজন। সে কষ্টটুকু না করে শুধু গালাগালি আর হুমকি-ধমকিকে আশ্রয় করে তো কোনো সত্য প্রতিষ্ঠিত করা যাবে না। চাই সুস্থ বিতর্ক। চাই সত্যিকার বস্তুনিষ্ঠ তথ্য বিনিময়। আর সেভাবেই শুধু সম্ভব উৎকর্ষতা অর্জন।
ইসলামে নারীদের পর্দা ও কোরআনের নির্দেশ সম্বন্ধে যারা যথাযথ তথ্য ও বিশ্লেষণ জানতে চান তারা পাশে দেয়া লিংকটিতে খোঁচা দিতে পারেন। এখানে যথাযথ রেফারেনস দিয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন