ধন্যবাদটাই আগে দেই। রেটিং-এর বিষয়টি চালু করার জন্য। মন্তব্য করা না হলেও রেটিং করতে আমার অলসতা নেই। জনপ্রিয় লেখার একটা তালিকা নিশ্চয়ই এখন পাওয়া যাবে। (মনে কিঞ্চিত আশা, কষ্ট করে লেখা আমার পোস্টগুলোও সেখানে স্থান পাবে এবং আরো বেশি পাঠকের পাঠের বিষয় হবে।)
কিন্তু রেটিং করার পর কিছু অসুবিধা হচ্ছে। সাইটের উন্নয়নকর্মীরা নিশ্চয়ই সে খবর রাখেন। তো আমি যেসব অসুবিধায় পড়েছি তার একটা তালিকা দেই।
1. প্রথমবার রেটিং করার পর আমার ইন্টারনেট মানে এওএল উইনডো নন-রেসপন্ডিং হয়ে গেলো। নতুন করে সাইন ইন করতে হলো।
2. এর পরেরবার রেটিং করার পর কার্সার অনেকক্ষণ ধরে ঘড়ি হয়ে থেমে থাকলো।
3. এখন সেগুলো হচ্ছে না তবে রেটিং করার পর পাতাটা বদলে যাচ্ছে। লেখাটার নীচে পিডিএফ মত কিছু একটা তৈরি হচ্ছে।
কোনো অভিযোগ নয় এগুলো। ব্যবহারকারীর অভিজ্ঞতা রিপোর্ট করলাম।
আশা করি ছারপোকাগুলোকে ব্লগ ছাড়া করবেন শীঘ্রি।
মন্তব্য
নতুন মন্তব্য করুন