শাখামৃগের ছবিটি অবশ্যই ব্যবহার করতে হবে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বুধ, ১৫/০৩/২০০৬ - ৯:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


শাখামৃগের ছবি নিয়ে ব্লগ পোস্ট করার যে প্রতিযোগিতা আহবান করা হয়েছে তার অনিবার্য শর্তের একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। তা হচ্ছে অরূপের প্রস্তাব অনুযায়ী আজকের দিনের (15 মার্চ) সব পোস্টেই বেসবল হাতে শাখামৃগের ছবি ব্যবহার করা কর্তব্য।
এটি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য অবশ্য পালনীয়।
দ্্বিতীয়ত: একজন ব্লগার শাখামৃগের ছবি নিয়ে কতটি লেখা পোস্ট করবেন তার কোনো সীমাবদ্ধতা নেই। তিনি শতক হাঁকালেও আমাদের আপত্তি নেই।
তৃতীয়ত: যারা অন্য কোনো বিষয়ে লিখছেন তারাও শাখামৃগের ছবিটি মূল ছবি হিসেবে ব্যবহার করতে পারেন। অন্য ছবি তারা পরে সংযুক্ত করতে পারেন।

সুতরাং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন না বা সেরকম কোনো লেখা লিখছেন না তাদের ক্ষেত্রেশাখামৃগের ছবি ব্যবহার করার কোনো বাধা আর রইলো না। সুতরাং নিশ্চিতে আজকের পুরোদিন ব্যবহার করুন শাখামৃগের ছবি আর লিখুন যে কোনো আঙ্গিকের লেখা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।