শাখামৃগ প্রতিযোগিতার সেরা ব্লগার নির্বাচন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৬/০৩/২০০৬ - ৯:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সুপ্রিয় সতীর্থ ব্লগারবৃন্দ। অত্যন্ত বর্ণাঢ্য একটি প্রতিযোগিতা আমরা দেখলাম। একই সাথে এটি ছিল একটি পরিশীলিত প্রতিবাদ। অক্ষরের জোর যে অস্ত্রের চেয়ে হাজার গুণ বেশি, শান্তিপ্রিয় নির্বিরোধ মানুষেরাও যে ঐক্যের শক্তিতে বলীয়ান হয়ে সংগ্রামী হয়ে ঊঠতে পারে তার আরেক দফা প্রমাণ হলো। যেকোনো বিরুদ্ধ পরিবেশে এরকম ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সবক্ষেত্রে আমাদের দুর্ভোগ কমাতে চেষ্টা করবে। এমনকি যে শকুন খামচে ধরেছে আজ জাতির পতাকা ও মানচিত্র, তাকেও পারবে সীমান্তছাড়া করতে।
প্রতিযোগিতা চলাকালীন অনেক সৃজনশীল পোস্ট করা হয়েছে। অনেকেই প্রতিবাদকে মাথায় রেখে পোস্ট করেছেন, প্রতিযোগিতাকে নয়। প্রতিযোগিতার উদ্দেশ্যও ছিলো শুধু একধরনের বিজয়োৎসবের সুযোগ করে দেয়া। পুরষ্কারের লোভ নয়।
এখন আমাদেরকে বের করতে হবে কাকে আমরা এই প্রতিবাদ-প্রতিযোগিতার বিজয় তিলক পরাবো। গণতান্ত্রিক পদ্ধতিই ভালো এক্ষেত্রে। আমি প্রস্তাব করছি সবাই যদি দু'জন ব্লগারের নাম ও তার লেখার শিরোনামকে পছন্দের ক্রমানুসারে সাজিয়ে নীচে মন্তব্যের ঘরে জুড়ে দেন তবে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়। [নিজের নাম নিজে প্রস্তাব না করাই শোভন। তবে এ কারণে বিরত থাকাটাও ঠিক হবে না।]

তো জানান আপনার পছন্দের দুজনের নাম ও লেখার শিরোনাম।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।