বিজয়ীর নাম ঘোষণা ও পুরষ্কার বিতরণ (?)

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৮/০৩/২০০৬ - ৫:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


প্রতিযোগিতার বিজয়ী এখনও ঘোষণা করা যাচ্ছে না। সুতরাং পুরষ্কারও দেয়া যাচ্ছে না। বিপুল আলোড়ন তুলেছিলো অরূপের শাখামৃগের ছবিটি। লেখাও পোস্ট করা হয়েছিল প্রচুর। এখন সেরা লেখা নির্বাচনের কাজ। সে উদ্দেশ্যে যেসব লেখা পোস্ট করা হয়েছে সেগুলোর একটি তালিকা নীচে দিচ্ছি: (আহা সব কাজ আমাকেই করতে হচ্ছে!)

ক) অরূপঃ
1. শাখামৃগ কথা
2. ছবিটি কথা বলে
3. শাখামৃগ কথা-2
4. বান্দরের বাচ্চা
খ) মহুয়ামঞ্জুরিঃ
5. টুপি-কাহানি
6. কচ্ছপ ও বানরের গল্প
গ) তীরন্দাজঃ
7. চিড়িয়াখানার বাঁদর ও লোকটি
ঘ) স্বরহীনঃ
8. ব্রাকুলা
ঙ) আড্ডাবাজঃ
9. শাখামৃগ গল্প না সত্য
চ) শোমচৌঃ
10. শাখামৃগের ফরিয়াদ
11. কৌশল বদলে সংগঠিত হচ্ছে জঙ্গিরা
ছ) মুখফোড়ঃ
12. মিশন ইম্পসিবল থ্রি
13. বানরপুরাণ-1
14. নতুন প্রতিশব্দ-দফা 06
15. স্মৃতি তুমি বেদনা
জ) হিমুঃ
16. ছোট্ট একটা সায়েনস ফিকশন
ঝ) হাসি
17. ক্লিশে জোক: বাদর ও নুরানী লাচ্ছি
ঞ) ধুসর গোধূলিঃ
18. ব্লগানেট অফ দ্যা এ্যাপ
ত) রাসেলঃ
19. জঙ্গি ঝিযু ওয়া "লি"র গল্প
থ) সুমন চৌধুরীঃ
20. মাওয়ালীর শেষ কথা
21. হনুমতির গান
22. আবার মাওয়ালী
23. মাওয়ালীর পণ
24. মোরে দেইখ্যা হাসো বোঝ
দ) হাসানঃ
25. শাখামৃগের দুটি....
ধ) দীক্ষকঃ
26. বেসবল হাতে ওয়া
ন) মাশীদঃ
27. শিম্পু সঙ্গীত

এছাড়া কালপুরুষ ও হ।স।ন লিখেছেন, তবে তারা অন্য বানরের ছবি ব্যবহার করেছেন বলে তাদের লেখা প্রতিযোগিতার অংশ বিবেচিত হয়নি। দীক্ষক ছবিটি ব্যবহার করে কয়েকটি প্রতিবেদন লিখেছেন। আমি নিজেও বিভিন্ন বিষয় জানানোর জন্য দুয়েকটি লেখাতে ছবিটি ব্যবহার করেছি। অর্থাৎ একদিনে আমরা ঐ ছবি ব্যবহার করে বিপুল লেখা পোস্ট করেছি। সবাইকে ধন্যবাদ।
কিন্তু সবাই মনে হয় লিখেই যথেষ্ট ক্লান্ত। মাত্র পাঁচজন ভোট দিয়েছেন। বাকীদের মতামত বা ভোট প্রয়োজন। ভোট দেয়ার জন্য দুই দিন সময় দেয়া হলো। লেখাগুলো পড়ে 19 মার্চের মধ্যে ভোট দিতে হবে।
তারপরই বিজয়ীর নাম ঘোষণা ও পুরষ্কার বিতরণ।

(নীচে মন্তব্যতে ভোট দিতে থাকুন। জনপ্রতি দুটি ভোট)।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।