থাকবো কি মোর
খোলার ভেতর?
থাকব নাকি?
নাই বা থাকি!
থাকব তো হে
খোলায় রয়ে?
বলই না গো,
যাও গে, থাকো-
গুমড়ো মুখে
খোলায় ঢুকে,
কাঠখোলাতে
হাটখোলাতে
পোস্তা পাড়ে
পান্তো রাতে-
খোল খোলা খোল খোল খোলা খোল
খোল বাজে আর বোল তোলে ঢোল
ঢাকনা মুড়ে
বাজনা পুড়ে
তাল ঠুকি জোর
খোলার ভেতর।
লেখক: দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
মন্তব্য
নতুন মন্তব্য করুন