নতুন খেলাঃ জটিল প্রশ্নের কুটিল উত্তর

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ১৯/০৩/২০০৬ - ৩:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


[তর্ক-বিতর্ক, উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া, ধুমুল আড্ডা হারিয়ে সাইটটি এখন বেশ ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে। আরো কোনো নতুন উত্তেজনা খুঁজে পেতে হবে। তার আগে হরতালের দিনে খালি রাস্তার মত নিস্তরঙ্গ যাচ্ছে সময়। তো একটা খেলার কথা ভাবলাম। নামেই বোঝা যাচ্ছে খেলাটি কিরকম হবে। খেলার নাম; জটিল প্রশ্নের কুটিল উত্তর। যিনি সবচে কুটিল উত্তর দেবেন তাকে সপ্তাহের সেরা কূটক উপাধি দেয়া হবে।]

এবার প্রশ্নের সন্ধান। ব্লগ থেকে প্রশ্ন তৈরি করবো নাকি সার্বজনীন কোনো একটি বিষয়। সৃষ্টি চিন্তা? বৈজ্ঞানিক বিষয়? কবিতা লেখা সংক্রান্ত?
নাহ সিরিয়াস বিষয় বাদ। ব্লগ থেকে সহজ বিষয় বেছে নিই। (নিছক মজাই উদ্দেশ্য। কেউ কিছু মনে করবেন না আশা করি)। এবারের মত প্রশ্ন হলোঃ

"বদরুল আহমেদ কেনো একই লেখা দু'বার পোস্ট করেন?"

শুরু করুন উত্তরের সন্ধান আর আমাদের জানান দিন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।