বদরুল আহমেদ সংক্রান্ত প্রথম প্রশ্নের উত্তরে 'হিমু' কে বিজয়ী ঘোষণা করা হলো। হিমু আপনার ডাক-ঠিকানাসহ তড়িৎ-ডাকে যোগাযোগ করুন। আর "এ সপ্তাহের সেরা কূটক"-হিসেবে আপনাকে সনদপত্র দেয়া হবে।
তো পরবর্তী প্রশ্ন ও প্রতিযোগিতার দিকে পা বাড়াই। নিজেকে রেখে অন্যদেরকে নিয়ে তামাশা করার মত কুটিল বুদ্ধিমান আমি নই। তো পরের ব্লগার আমি নিজেই। নিজের নামে প্রশ্ন নিজে সাজালে নিজের প্রতি সুবিচার করা হবে না। আগের প্রশ্নের মন্তব্যে হাসান একটি প্রশ্ন দিয়েছিলেন। সেটিই তুলে দিচ্ছি। তবে হাসানের ব্যাখ্যাটা আগে বলা দরকার। তাতে প্রশ্নটা বুঝা সহজ হবে।
হাসানের প্রশ্নহচ্ছেঃ শোমচৌ-এর বিশাল জ্ঞানের উৎস কী? সব বিষয়ে উনি চরম পারদর্শী। গৃহসজ্জা থেকে দেশরক্ষা, ধর্মকর্ম থেকে পানাহার, সব আছে তার ব্লগে। (একটু মডারেট করলাম আমি)।
প্রশ্ন সরবরাহের জন্য হাসানকে ধন্যবাদ। তো উত্তর বা মন্তব্য লেখার আগে একটি হুশিয়ারি: কোনো খাজুইরা প্যাচাল পাড়া যাবে না। প্রশ্ন ও উত্তরের মধ্যে থাকতে হবে।
তাহলে কূটকরা নেমে পড়েন, কূটকচানিতে। আজকের প্রশ্ন:
" শোহেইল মতাহির চৌধুরীর বিচিত্র জ্ঞানের উৎস কী?"
মন্তব্য
নতুন মন্তব্য করুন