অনেক সময় মূল পোস্ট থেকেও মন্তব্যগুলো বেশি চালু হয়। যারা কোনো কারণে পোস্টটি পড়েন না তারা মন্তব্যগুলোর স্বাদ থেকে বঞ্চিত হন। তো আপনাদের সেবায় আমি চালু করলাম এক নতুন ধারাবাহিক ব্লগের বাছাই মন্তব্য। প্রথমে মনপসন্দ মন্তব্য নাম দিয়েছিলাম। কারো মন্তব্য না দেখে বুঝলাম যে শিরোনামটা বিভ্রান্ত করছে। সে যাক, নীচে বাছাই করা 8 টি মন্তব্য এবং সেগুলোর সূত্র তুলে দিলাম। দেখি বাছাই মন্তব্যে র বিষয়ে আপনাদের মন্তব্য কী।
হাসিন এ্যান্ড গং আমাকে কোনো চাকুরি দিয়েছেন এটা যারা ভাবছেন তারা ভুল স্বপ্ন দেখছেন। স্ট্র্যাটফোর্ডের হাসান ইন্টারভিউ দিয়ে চাকুরি পায়নি বলে আমি তো আর আমার প্রিয় ব্লগসাইটের আকর্ষণ বাড়ানোর কাজে ফাঁকি দিতে পারি না। যারা ভালো পোস্ট করছেন বা অনেকদিন ধরে পোস্ট করছেন তাদেরকে সেরা ব্লগার হিসেবে তো নিয়মিতই আমরা উপরে ঝুলতে দেখছি। কিন্তু মন্তব্যে যারা হাত পাকিয়েছেন তাদের স্বীকৃতির ব্যবস্থা নেই। সেকারণেই এই ধারাবাহিক চালু হলো মন্তব্য নিয়ে। কিছু ব্লগার আছেন যারা শুধু মন্তব্যই করেন। তাদের কন্ট্রিবিউশনকে খাটো করে দেখার নেই। এ সপ্তাহের কিছু মন্তব্য তুলে দিলাম নীচে। অবশ্যই অনেক মন্তব্য আমার দৃষ্টিতে আসেনি। অন্যদের কাছে যদি অন্য কোনো মন্তব্য ভালো লেগে থাকে সেটা যোগ করে দিতে পারেন। তবে এটুকু মনে রাখলে হবে, যে আমি যখন এটা পোস্ট করছি তার পরের কোনো লেখা থেকে মন্তব্য উদ্ধৃত করার দরকার নেই।
1.
যখনই গো আজম এবং তার অনুসারিদের নিয়ে কিছু বলা হয় কোথা থেকে যেনো একটা ফ্যাঁচ করে আওয়াজ আসে, সমস্যাটা কি গোলামের ল্যাজে গুতা দিলে আওয়াজ কাদের মুখ থেকে বের হয়? (রাসেল..., শয়তানের না জানা ইতিহাস নামক নিজের পোস্টে সাইমুমের মন্তব্যের জবাবে)
2.
যখন ধর্মের নামে আপনি ধর্মহীনদের অনুভূতিতে আঘাত করেন তখন সেটা বৈধ হয়, কিন্তু ধর্মহীনতার চোখে ইতিহাস দেখলে কেনো মানুষ ধর্মীয় অনুভূতি আহত হওয়ার সস্তা আলাপ জুড়ে দেয়? আপনি আমার অনুভূতিতে আঘাত করলে ওটা জায়েজ কারণ সংখ্যাগরিষ্ঠের অনুভূতি আপনার সাথে এটা কি কোনো মতপ্রকাশের স্বাধীনতা হলো? (রাসেল... শয়তানের না জানা ইতিহাস নামক নিজের পোস্টে সাইমুমের মন্তব্যের জবাবে...)
3.
হিমুরাই নেচে যায়/হিমুরাই খেলে/ হাসানেরা দেখে গেল/ "কাম" কাজ ফেলে (অরূপ, হিমুর বোকাদের পদ্য 023 পোস্টে)
4.
ব্যাটা আগে যখন মানুষ মারছিল তখন টেকা দিয়া ছাড়া পাইছে...হালা...না না অসম্ভব ও আমার শালা হইতেই পারে না। (সুমন চৌধুরী, সালমান খান সম্পর্কে শমিতের লেখা ধিক্কার তোমাকে নির্বোধ বেজন্মা...পোস্টে)।
5.
আবার দুই ফিট উপরে দিয়া গেল!! (অরূপ, সুমন চৌধুরীর দুনিয়াকি তলবগার নেহি হু পড়ে। জবাবে অরূপকে রাসেলের পরামর্শ; অরূপ জলদি মইয়ের অর্ডার দাও।)
6.
পত্রিকা অফিসের দারোয়ানরাও নিজেদের বিরাট সাহিত্যিক ভেবে বসে থাকে! (শুভ মন্তব্য করেছেন কৌশিকের আঙুলের ছোয়ায় খুলে যাক.. পোস্টে।)
7.
গান তখনই হারাম যখন সেটা আল্লাহর আদেশ বিরোধী, মানুষের জন্য সামগ্রিক অপকারী কোন কাজ করতে উদ্বুদ্ধ করে, প্রচার করে যেমন অশ্লীলতা। খোদাদ্রোহীতা। এছাড়া সব ধরনের গান এবং বাদ্যযন্ত্র হালাল। (আস্তমেয়ে নিজের পোস্ট প্রিয় (ইসলামিক) গানের আসরে... গান ও বাদ্য সংক্রান্ত ফতোয়া নিয়ে)।
8.
বাজার যে কোনটা ভালো, এটা মহাজনরাই ভালো, এটা মহাজনরাই ভালো জানেন-আমি তো সামান্য ফেরিওয়ালা (শুভ, নিজের লেখা 'জিহাদ, কোরানের আলোকেঃ 3' পোস্টে ধুসর গোধূলির প্রশ্ন ও শোমচৌ-এর মন্তব্যের জবাবে।)
মন্তব্য
নতুন মন্তব্য করুন