বাংলা নববর্ষ উদযাপনে অসুবিধা কোথায়?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৫/০৪/২০০৬ - ৯:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সেই ছোটবেলা থেকে দেখে আসছি এক শ্রেণীর লোক বাংলা নববর্ষ উদযাপন নিয়ে নানা কটুক্তি করে আসছেন। বিভিন্ন বছর বিভিন্ন ভঙ্গিমায় এর সমালোচনা করা হয়। আর শেষ পর্যন্ত বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রমাণ করা হলো যে, একপক্ষ আছেন যারা একে মেনে নিতে চান না।
তাদের অসুবিধাটা কোথায়? বাংলা বছরের প্রথম দিনটি যদি পালন করা একটু আনন্দ উৎসবের সাথে তবে তাদের সমস্যা কি?
কখনও তারা ঠাট্টা মশকরা করার চেষ্টা করেন ইলিশ আর পান্তা নিয়ে। ছায়ানটের অনুষ্ঠান আর রবীন্দ্রসংগীতের আসর তাদের চোখের বিষ। দলে দলে মেয়েরা শাড়ি পরে সেঁজেগুঁজে মেলায় যায়-এটিও তাদের নাপসন্দ। আর্ট ইনিসটিউটের ছাত্র-ছাত্রীরা বিরাট বিরাট প্রতিকৃতি বানিয়ে মিছিল করে তাও নাকি অনুচিত।
বুঝিনা তাদের সমস্যা কোথায়?
তবে এত কিছুর পরও এবারও বাংলাদেশে যথারীতি আনন্দ-উদ্দীপনার সাথে নববর্ষ পালন করা হয়েছে। সে দৃশ্য দেখে খুবই ভালো লাগলো।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।