এই সাইটে ব্লগারদের বেশ কিছু লেখা প্রচুর সাড়া জাগিয়েছে। আবার কিছু কিছু লেখা সাড়া জাগাতে যদি না পেরেও থাকে তবু লেখকের শ্রম ও নিষ্ঠার কারণে শ্রদ্ধা আদায় করে নিয়েছে। অনেক পাঠক ও ব্লগার আছেন যারা লগ ইন করে প্রিয় ব্লগারদের লেখা পড়েন। অনেকে পড়েন, কোনো মন্তব্য করেন না। রেটিং পদ্ধতিও খুব একটা কাজে লাগছে না লেখা চিহ্নিত করার ক্ষেত্রে। নতুন পাঠকদের জন্য তাই এই বাছাই করা ব্লগের তালিকা একধরনের সুবিধা করে দেবে। খুব বেশি অনুসন্ধান করার মত সময় আমার হাতে নেই তবু যেটুকু মনে আছে তাতে আমি আপাতত: 10 জন ব্লগারের সাড়া জাগানো লেখাগুলো এখানে তুলে দিলাম। কোনো কোনো লেখা অবশ্য ধারাবাহিক। লেখাগুলো অনেক বিতর্ক, আলোচনা ও চিন্তার খোরাক জুগিয়েছে। আমার পছন্দ অনুযায়ী সাড়া জাগানো দশটি লেখা হলো:
1. অরূপঃ প্রণতি হে বেজন্মার জাত
2. শর্মীঃ বাংলাদেশ, স্বাধীনতা এবং
3. শুভঃ হুমায়ুন আহমেদ এবং দ্্বিতীয় বিয়ে
4. অপ বাকঃ তীরন্দাজ, মহুয়া বিতর্ক নিয়ে
5. দীক্ষক দ্রাবিড়ঃ ইসলাম ও নারী: একটি মোহমুক্ত বিশ্লেষণ
6. রাসেল...ঃ ব্যক্তিগত স্বাধীনতার চর্চা
7. অমি রহমান পিয়ালঃ যাদের রক্তে মুক্ত এ দেশ
8. সাদিক মোহাম্মদ আলমঃ চিন্তার খোরাক: ধার্মিক, ধর্মভীরু, ধর্ম সচেতন, ধর্মান্ধ -এগুলোর মধ্যে পার্থক্য কি?
9. আড্ডাবাজঃ সালেহীকে বাঁচান
10. হিমুঃ বোকাদের পদ্য
মন্তব্য
নতুন মন্তব্য করুন