পুলিশ ব্যবহৃত হয় ক্ষমতার স্বার্থে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২০/০৪/২০০৬ - ৮:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


পুলিশে যারা কাজ করেন তারা যথার্থই আঙুল তোলেন রাজনীতিবিদদের দিকে। তাদের বক্তব্য পুলিশকে রাজনৈতিক স্বার্থে ক্ষমতাসীনরা ব্যবহার করেন। পুলিশকে নামানো বিরোধীদলের হরতাল, প্রতিবাদ ইত্যাদি ঠেকানোর জন্য। আইন, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে প্রায়ই ছত্রভঙ্গ করতে হয় পুলিশকে। সেজন্য গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ এমন কাজগুলো করতে হয়। ক্ষমতাসীনদের ব্যক্তিগত স্বার্থ যেমন জমি বা বাড়ি দখলেও তাদের ব্যবহার করা হয়। মিথ্যা মামলা, হুলিয়া, গ্রেফতার ইত্যাদির জন্য ফোন আসে উপর থেকেও। অন্যদিকে সরকার পক্ষের দৃষ্কৃতকারীদের ছেড়ে দেয়ার জন্য দেয়া হয় নানা চাপ। ক্ষমতাসীনদের মেজাজ-মর্জি মেনে সার্ভিস না দিলে অহেতুক বিড়ম্বনা, খাগড়াছড়ি বদলি এমনকি শাস্তির মধ্যেও পড়তে হয়।
তা অন্যের জন্য যখন অন্যায় করতে হবে তখন কিছু পুলিশ সদস্য তো উৎসাহি হতেই পারেন অন্যায়ের বিনিময়ে বাড়তি পয়সা কামানোতে। বিশেষত: পুলিশের বেতন-ভাতা যখন আশানুরূপ নয়।
পুলিশকে ক্ষমতার স্বার্থে এই ব্যবহার বন্ধ হওয়া দরকার। সরকারের লাঠিয়াল নয় বরং একটি যথার্থ পেশাদার বাহিনী হিসেবে একে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদিও পেশাদার প্রতিষ্ঠান সরকারের কাছে দায়বদ্ধ সে দায়বদ্ধতা রাজনৈতিক বিশ্বাসের হতে হবে তা তো নয়। সেই দায়বদ্ধতা হবে পেশাদারী সততার, প্রশাসনিক নিষ্ঠার ও জনস্বার্থের।
ক্ষমতা বদলালে যেহেতুরাজনৈতিক দলের সদস্যরা আবার কোপানলে পড়েন পুলিশের, তাদেরই মাথা ফাটে হরতালে-পুলিশের লাঠিতে, সেহেতু তাদেরই তো সে পথ বন্ধ করতে এগিয়ে আসা উচিত সবার আগে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।