মাস্টার্স শেষে অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়াটাই ছিল আমার প্রথম বিদেশ ভ্রমণ। ভেবেছিলাম দুর্দান্ত একটা ভ্রমণ-কাহিনী লিখে ফেলবো। আমার লাগেজে অতি প্রয়োজনীয় কাপড়-চোপড়-ক্যাসেট-যন্ত্রপাতির সাথে বই ছিল মাত্রদু'টি। শঙ্খ ঘোষের 'ঘুমিয়ে পড়া এ্যালবাম' আর সুনীলের 'ছবির দেশে কবিতার দেশে'। অস্ট্রেলিয়ায় যখন গিয়ে পৌঁছালাম তার সাথে সাথেই বিমান ভ্রমণটা নিয়ে লিখে ফেলেছিলাম কয়েক পৃষ্ঠা। কিন্তু ঐ পর্যন্তই। লেখার ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।
ব্লাংলায় ব্লগ লেখা শুরু করার পর থেকে অবশ্য লেখার ইচ্ছেটা খুব কাজ করে। বিচিত্র বিষয় নিয়ে লিখতেও ইচ্ছে হয়। স্লোভেনিয়া নিয়েও দীর্ঘ দীর্ঘ পোস্ট করার ইচ্ছে মনের মাঝে ঘাঁই মারে। দেখা যাক, ব্লগের কারণে একটি ভ্রমণকাহিনী শেষ পর্যন্ত শেষ হয় কি না।
ফ্লাইট আগামীকাল। সুতরাং গোছগাছের পাশাপাশি কেনাকাটাও করলাম। বিশেষ করে উল্লেখের মত হলো রিচার্জেবল ব্যাটারি। আশা আছে প্রচুর ছবি তুলবো আর স্লোভেনিয়া বিষয়ক ফটো ব্লগিং করে সবার বিরক্তি চরমে তুলে দেবো। এই প্রথম ইজি জেট জাতীয় প্লেনে চড়া হবে। কম ভাড়ার বাড়তি সুযোগ-সুবিধা যেমন খাওয়া-দাওয়ার ব্যবস্থাবিহীন এ প্লেনগুলো চড়ার সুযোগ কখনো আসেনি। সেদিক থেকেও বিষয়টা বেশ উত্তেজনার মনে হচ্ছে।
যে হোটেলে গিয়ে থাকবো, সেখানে রুমে রুমে ইন্টারনেট সংযোগ আছে বলে শুনেছি। সুতরাং ব্লগিংটা এই কয়দিন বন্ধ রাখতে হবে না। সেও এক সুখবর। প্রিয় ব্লগারদের লেখা পড়তে পারবো। কিন্তু আমার দেখা এই নতুন দেশটিকে কিভাবে পাঠকদের কাছে তুলে ধরবো সে চিন্তার সমাধান হয়নি এখনও। না দেখা একটি দেশ সম্পর্কে অন্যের কাছ থেকে কি জানতে চায় মানুষ? কি জানতে চাইবেন আপনারা?
মন্তব্য
নতুন মন্তব্য করুন