প্রথম খসড়া থেকে চূড়ান্ত রূপঃ গবেষণার একাকীত্ব-৩

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৪/০৫/২০০৬ - ১২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


গি্লনের পরামর্শ আর খসড়া দুটোই ফেলে রেখেছিলাম কিছুদিন। স্লোভেনিয়া থেকে ফিরে আবার হাত দিলাম। বেশ কিছুদিন ফেলে রাখায় খসড়াটির প্রতি মায়া কমে গেছে। মেনে নিলাম গি্লনের কথা। সে কথা জানিয়ে ওকে মেইল পাঠালাম। এখন আমাকে বিভিন্ন সেকশন আর সাব-সেকশন এধার-ওধার করতে হবে।

প্রথমে মানতে পারছিলাম না যে 'থিওরিটিক্যাল ফ্রেইমওয়ার্ক' চ্যাপ্টারটাই ভূমিকার পরে যাবে। কেবল মনে হচ্ছিল এখানে থাকা উচিত 'সেটিং' যেখানে থাকবে বাংলাদেশ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও বন্যা/পানি ব্যবস্থাপনা সম্পর্কিত ইতিহাসের বিশ্লেষণ। কিন্তু গি্লন মনে করছে যে আমার ইতিহাস বিশ্লেষণটা এতই মৌলিক হয়েছে যে এটা নিজেই একধরনের ফাইন্ডিংস-এর কাতারে পরে। সুতরাং সে হিসেবে 'থিওরিটিক্যাল ফ্রেইমওয়ার্ক' এর আগে যাওয়া উচিত।

এখন তাহলে 2 আর 3 নম্বর চ্যাপ্টারের চেহারা দাঁড়ালো এরকম:
2. PUBLIC POLICY AS A DISCURSIVE COUNSTRUCT AND FLOOD/WATER POLICY PROCESS OF BANGLADESH

3. POLITICS OF POLICY DEFINITION, THE FAP AND HISTORICAL ANALYSIS OF FLOOD POLICY IDEAS

এই দুই চ্যাপ্টারেই অদল-বদলটা হবে। আর বাকী চ্যাপ্টার ঠিক থাকছে। এ্যানালাইটিক্যাল চ্যাপ্টার শুরু হচ্ছে 5 নং চ্যাপ্টার থেকে। আমার কেস স্টাডি যে ফ্যাপ নিয়ে তার বেসিক ইনফরমেশন দিয়েছিলাম 5 নং চ্যাপ্টারের শুরুতে। কিন্তু এটাও গি্লনের অপছন্দ। ওর কথা 5 নং-এ শুধু এ্যানালাইসিস থাকলে ভালো দেখায়। সুতরাং ফ্যাপ সংক্রান্ত তথ্যগুলো কোথায় চালান করবো।

একটা অপশন হলো যেখানে পাকিস্তান আমল থেকে 1990 (ফ্যাপের আগ পর্যন্ত) পর্যন্ত ইতিহাস বলেছি তার পরে এনে ফ্যাপ (1990-95) জুড়ে দেয়া। কিন্তু কষ্ট যখন করছি তখন বাড়তি একটু না হয় করলাম ভেবে ঠিক করলাম 3 নং চ্যাপ্টার শুরুই করবো ফ্যাপের তথ্য দিয়ে। পরে ইতিহাস যোগ করে দেবো।

পরে মনে হলো ঠিক ফ্যাপ দিয়ে শুরু করলে কেমন শিশুসুলভ দেখাবে চ্যাপ্টারের শুরুটা। তাই পলিসি প্রবলেম ডেফিনিশন নিয়ে রাজনীতির কথাটা বলেই ফ্যাপে আসবো ঠিক করলাম।

আমার কাছে এখন মনে হচ্ছে আউটলাইনটা ঠিক আছে। তবে এক সেকশন থেকে আরেক সেকশনে যাওয়া, ভূমিকা আর উপসংহারের জায়গাগুলো আবার লিখতে হবে। তবে আবার লেখার ক্ষেত্রে গি্লন একটা ভালো পরামর্শ দিয়েছে। ও বলছে, প্রতি চ্যাপ্টারের মূল আগর্ুমেন্টটা লিখে পাশে রাখতে। তাতে চ্যাপ্টারের বিভিন্ন সেকশন লেখার সময় লাইনচু্যত হবো না। আর সুন্দর একটা প্রবাহ থাকবে লেখার।

গভীর রাতে প্রকৃতির কাছাকাছি বসে 2 ও 3 চ্যাপ্টারের আগর্ুমেন্টগুলো চূড়ান্ত করতে হবে এখন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।