মতামত দিন! মতামত দিন!! আপনার মতামত দিন!!!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৪/০৫/২০০৬ - ১০:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


সতীর্থ ব্লগার অনেকদিন পর ব্লগে ফিরে এসে একটি মন্তব্য করেছেন। 'জামায়াতে ইসলামী প্রসঙ্গে' শিরোনামে তার একটি লেখায় তিনি লিখেছেন যে, "ব্লগটি এমনভাবে পক্ষ-বিপক্ষে বিভক্ত হয়েছে যে একপক্ষ অপরপক্ষের লেখা পড়ছে না। এটা খুবই বিপজ্জনক প্রবণতা।" লিংকটি দেখুন " http://www.somewhereinblog.net/chutmaraniblog/"। জনাব হকের এই মন্তব্যের বিষয়ে সবার মতামত প্রয়োজন। কী মতামত দেবেন না কিভাবে দেবেন তা আপনি নিজেই ঠিক করতে পারেন। নীচে একটি ধারণা দেয়া গেলো। তবে আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না।

আপনি কি আব্দুল হকের সাথে একমত?
এই প্রবণতা কি বিপজ্জনক নাকি ব্লগে এমন হতেই পারে?
কয়টি পক্ষ আছে বলে আপনার মনে হয়?
পক্ষগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর দরকার আছে বলে কি আপনি মনে করেন?

মতামত দিন! মতামত দিন!! আপনার মতামত দিন!!!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।