আগের একটি পোস্টেই জানিয়েছিলাম বিবিসি'র শ্রোতা জরিপের কথা। তারা শ্রোতাদের কাছ থেকে পাঁচটি করে প্রিয় বাংলা গান সংগ্রহ করে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকা তৈরি করেছেন। আগের পোস্টটি দৈনিক আমাদের সময় থেকে নেয়া ছিলো এবং তাতে কিছু তথ্যগত ভুল ছিলো। এখন নীচে লিংক দিচ্ছি সরাসরি বিবিসি বাংলা বিভাগের। এখানে গানগুলির অডিও দেয়া আছে এবং গীতিকার, সুরকার ও শিল্পী সম্পর্কিত তথ্যগুলোও নির্ভুল।
নীচের লিংক ব্যবহার করে আপনারা পেতে পারেন বিশটি গানের তালিকা এবং সেগুলোর অডিও। আর সেসব গান ডাউনলোড করে রাখতে পারেন নিজের সংগ্রহে। লিংকটি হলো:
http://tinyurl.com/omg39
প্রাণভরে শুনুন বাংলার গান। নানা অজুহাতে........
মন্তব্য
নতুন মন্তব্য করুন