পান্না-সবুজ পানির হ্রদ 'লেক ব্লেড'-৩ (উৎসর্গ: আড্ডাবাজ)

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ০৭/০৫/২০০৬ - ৯:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


লেক ব্লেড খুব বিরাট জলাশয় নয়। পুরোটা ঘুরে আসলে প্রায় 6 কিলোমিটার হবে। কিন্তু লেকের চারপাশের পথ ধরে পুরো লেকটা ঘুরে আসলে বিচিত্র অভিজ্ঞতা ঘটে। সুন্দর বাঁধানো রাস্তা। অনেক জায়গায় রাস্তা থেকেও নীচে পানির ঠিক ওপরে কাঠের দীর্ঘ পাটাতন। সেই পাটাতনের উপর দিয়েও হাঁটা যায়। এই রাস্তাটায় আবার গাড়ি চলে না। শুধুই পায়ে হাঁটার জন্য। তবু সাইকেল দিয়ে ঘুরা যায়। অনেকেই সাথে করে নিয়ে এসেছেন তাদের প্রিয় পোষা কুকুর। লেকের সব অংশও একেবারে একরকম নয়। নানা বৈচিত্র আছে। দক্ষিণ অংশে এলে দেখা যায় রাজহাঁস। খুবই রাজকীয় রাজহাঁস এগুলো। গলার দৈর্ঘ্য ও চঞ্চুর রংয়ের কারণে এগুলো আমাদের দেশের রাজহাঁসের চেয়ে আলাদা। পাতিহাঁসও দেখা যায়। নির্বিঘ্নে তারা ঘুরে বেড়াচ্ছে। শিশুরা তাদেরকে খাবার দিয়ে আপ্যায়িত করছে।

লেকের পাড়েই আছে একটি আলাদা বিশাল বাড়ি, যার নাম ভিলা ব্লেড। আপনি ভাড়া নিয়ে সেই ভিলায় থাকতে পারেন। প্রেসিডেন্ট টিটো অন্যান্য দেশের নেতৃবৃন্দকে নিয়ে এখানে এসে থেকেছিলেন। এই ভিলার আছে নিজস্ব লেকপাড় যা শুধু তাদের জন্য সংরক্ষিত। ভিলাটির পাশেই রয়েছে ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা। কিন্তু সামার এখনও না আসায় সেগুলো পর্যটকদের ব্যবহারের উপায় নেই।

দিন দীর্ঘ বলেই এবং প্রায় রাত 8 টা পর্যনত্দ সূর্য ছিলো বলেই পুরো লেকটা ঘুরে আসতে পারলাম। দক্ষিণ পাড়ের কাছাকাছি অনেক বাড়ি ও হোটেল রয়েছে। রেস্টুরেন্টও রয়েছে। পথের বাঁকে বাঁকে সেসব দৃশ্য দেখতে দেখতে লেক ব্লেডে ভ্রমণের অলস সময় শেষ হয়ে এলো।

লেখার সাথে সংশ্লিষ্ট ছবিগুলো মনের ডানায় চেপে চলে যান লেক ব্লেড। ছোট ছবিগুলোতে ক্লিক করে ছবিগুলো বড় করে নেন এবং উপভোগ করুন পান্না সবুজ হ্রদ লেক ব্লেড।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।