কুটিল উত্তর-৬ এর সনদপত্র

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ০৮/০৫/২০০৬ - ৭:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


এবারের প্রশ্নটি খুবই চমৎকার হয়েছিল। সকল প্রশংসা হিমুর। উত্তরগুলোও জম্পেশ হয়েছে। মুখফোড়, ধূসর গোধূলি, কালপুরুষ বেশ মজাদার উত্তর দিয়েছেন। কিন্তু হঠাৎ সাদিকের লেখা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়ে যাওয়ায় ব্লগের পরিবেশ ঘোলাটে হয়ে যায়। সুতরাং নিতান্তই মজা করার এই বিষয়টি অনেকের চোখের আড়াল হয়ে যায়। নতুবা আরো বেশি কূটকের অংশ নেয়ার কথা।

অবশ্য সাদিক শেষে জটিল প্রশ্নের সহজ উত্তর সংক্রান্ত কিছু একটা শুরু করেছেন। কিন্তু চরিত্রে তা এই প্রতিযোগিতা থেকে আলাদা। সুতরাং আপনারা অংশ নিতে থাকুন। আর মজাদার মজাদার প্রশ্ন পাঠান। প্রশ্নের লক্ষ্য অতি অবশ্যই এই সাইট, এর কোনো ঘটনা বা কোনো ব্লগারু।

সবশেষে, অভিনন্দন রাসেল (........)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।