রবীঠাকুরের ভাষায় প্রশ্ন করি, " আমাদের যেদিন গেছে সেদিন কি একেবারেই গেছে?"। ব্লগ তো লিখছি আমরা বেশ কয়েক মাস ধরে। নানা রকম পোস্টই তো আমরা নামাই। সবক'টি পোস্টই তো এখানে আছে। ক্লিক করলেই দেখা ও পড়া যায়। কিন্তু যারা পড়েন তারা কি শুধু সাম্প্রতিক লেখাগুলোই পড়েন? মন্তব্যের ধরন দেখে তাই তো মনে হয়।
অনেকে বলেন যে তারা প্রথম পাতার পরে আর যান না। তা প্রথম পাতায় ক'টি লেখাই বা থাকে। সেজন্য কেউ যদি পর পর কয়েকটি লেখা প্রথম পাতায় চালান করে দেন তখন তার কর্মকান্ডকে চিহ্নিত করা হয় বন্যা বলে। তবে এই বন্যা বহানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পিয়াল যে অঃরঃপি নামে আরেকটা আইডি নিয়েছিল আর ওর ব্লগের নাম রেখেছিল 'ভাসাইয়া দিমু'-তাতে দেখলাম এ পর্যন্ত একটি লেখা।
ভাসানোটা বেশ কঠিন কাজ মনে হয়। নকল করে আঠা মারা ছাড়া ভাসানো সম্ভব না। নিজে চিন্তা করে গুছিয়ে কিছু কথা লিখে বন্যা বহানো খুবই কঠিন। তবে আমার উদ্্বেগের বিষয় সেটি নয়। আমার প্রশ্ন হলো, যে লেখাগুলো আর্কাইভে ঢুকলো সেগুলো কি ইতিহাসের ডাস্টবিনেই গেলো?
টিভি-কে বলা হয় ইরেজ মিডিয়া। এইমাত্র ফ্যাশন শো আর ক্যাটওয়াক দেখানোর পর আসরের আজান। কিছুই স্থায়ী নয় পর্দায়। টিভির অনুষ্ঠানকে শিল্প ভাবা হয় না কখনই। শিল্প আর স্থায়ী হয়ে উঠার মাঝে শুধু ভিসিআরের একটি বাটন...ইরেজ।
ব্লগিং অবশ্যই খুব সাম্প্রতিক সময়ের বর্ণনা। চলমান সময়, বর্তমান ভাবনা ইত্যাদির প্রকাশ। তাই বলে এসব ভাবনার কি কোনো স্থায়িত্বনাই? নতুন যেসব ব্লগার আসেন তারাও কি পুরনো লেখাগুলো পড়ে দেখেন না?
মন্তব্য
নতুন মন্তব্য করুন