ড্রামা বা ফিল্মের চেয়ে রিয়েলিটি টিভি আমার বেশি ভালো লাগে। অনেকের অবশ্য রিয়েলিটি টিভি দু'চোখের বিষ। 'বিগ ব্রাদার' শেষ হয়েছে অনেকদিন। অক্ষোয় আছি শীঘ্রই শুরু হবে আবার। তবে সবচে' বড় আয়োজন ফুটবলের বিশ্বকাপ নিয়ে জুন মাস কাটবে ভালোই। এই মন্দা সময়ে একটু আনন্দ দিলো বিবিসি-টু'র এ্যাপ্রেন্টিস। এ্যাপ্রেন্টিস আমেরিকাতেও হয়, সেই সুবাদে আমাদের দেশের অনেকেই নিশ্চয় দেখেছেন। হিন্দী চ্যানেলগুলোতে তো কপিরাইট নিয়ে অনুষ্ঠান হচ্ছে হরহামেশা। এ্যাপ্রেন্টিস হচ্ছে নতুন ম্যানেজার নিয়োগের পরীক্ষা বিষয়ক। বিলেতে এই নিয়োগদাতার ভূমিকায় আছেন স্যার এ্যালান। নিজ চেষ্টায় মাল্টি মিলিওনার হওয়া এক ধনাঢ্য ব্যবসায়ী। আঙুল তুলে কড়া ভাষায় তার বলা "ইউ আর ফায়ারড" হচ্ছে এই অনুষ্ঠানের জনপ্রিয় উক্তি। কাল অবশ্য ছিল শেষ অনুষ্ঠান। তো তিনি বিরল কথাটাই বললেন। বললেন, "ইউ আর হায়ারড"।
চাকুরি পেয়ে গেল মিশেল। খুবই পরিশ্রমী আর উচ্চাভিলাষী মেয়েটি। যদিও রুথই এগিয়ে ছিলো এতদিন ধরে। বাঙালি ও বেশি কথা বলা সাঈদ আরো আগেই চলে গেছে। মোট 14 জন চাকুরি প্রার্থী অংশ নিয়েছিলো এই প্রতিযোগিতায়। স্যার এ্যালানের এ্যাপ্রেনটিস হওয়ার সৌভাগ্য হলো মিশেলের। মিশেল পাবে ছয় অংকের বেতন। 12 সপ্তাহ ধরে এই অনুষ্ঠান চলেছে। তবে এই অনুষ্ঠান ঠিক পুরোপুরি রিয়েলিটি টিভি নয়। কিছুই লাইভ ছিলো না এর। তবু যেহেতু স্ক্রিপ্ট ছাড়া অনুষ্ঠান সেহেতু মজাই আলাদা। যারা আগ্রহী তাদেরকে লিংক দিলাম। বৈধভাবেই ফ্রি দেখতে পাবেন সব ক'টি এপিসোড।
মন্তব্য
নতুন মন্তব্য করুন