জটিল প্রশ্নের কুটিল উত্তর-৭

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৬/০৫/২০০৬ - ৪:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:


সৌভাগ্যের সংখ্যা 7 হলেও প্রশ্ন সরবরাহে আমার ভাগ্য অনুকূল ছিল না। কোনো সৃজনশীল ব্লগার প্রশ্নকর্তার পোষাক পড়তে রাজি হননি। সুতরাং প্রশ্নের অভাবে কূটকদের জবাব শানানোর কোনো ক্ষেত্র তৈরি করা যায়নি। যেহেতু জবাব দেয়ার চেয়ে প্রশ্ন জমা দিতেই সবাই বেশি অক্ষমতা দেখিয়েছেন সেহেতু আবার আমাকে প্রশ্নের সন্ধানে বের হতে হলো।

কয়েকদিন ব্লগে পোস্ট করা হচ্ছে না। তো এসেই বিষয় পেয়ে গেলাম। অরূপ ও হাসান দেখলাম ফ্লাডারের ব্লাডার ফাটানোর জন্য ভীষণ চেঁচামেচি করে যাচ্ছেন। একটু আগে দেখলাম মুখফোড় ফ্লাডিং-এর জন্য ফোঁড়ন কাটছেন। আর কাটাকাটি আর আঠা মারা নিয়ে কাট+পেস্ট তো সবাইকে শিক্ষা দিলেন অভিনব কায়দায়।

কিন্তু হায়! কোনো এ্যাকশনেই কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। বন্যা পরিস্থিতির অবনতির সাথে যাদের ভীমরতির যোগসাজশ আছে তাদেরকে চিহ্নিত করা গেলেও থামানো যাচ্ছে না। কিন্তু কেন? এই অবস্থায় জটিল প্রশ্ন কি হতে পারে? ভাবুন। তবে কুটিল উত্তর দিতে ভুলবেন না। এবাবের জটিল প্রশ্ন-7 হচ্ছে:

"এতো নিষেধের পরও তারা ব্লগ ফ্লাডিং করে যাচ্ছে কেন?"

সমস্যার গোড়াটাকে চিহ্নিত করাই মূল উদ্দেশ্য। কিন্তু তাতে সব কথাই আসতে পারে। আসতে পারে সমাধানের কথাও। কিন্তু বিচার হবে উত্তর কতটা কূটিল হলো তার উপর।

তো কূটকেরা বসে যান জওয়াব মখশো করতে....


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।