জপ্রকুউ-৭ এর সনদ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বুধ, ৩১/০৫/২০০৬ - ১০:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:


জপ্রকুউ-7 এর বিষয় ছিলো ফ্লাডিং। কোনো বিশেষ একজন ব্লগারকে লক্ষ করে কূটনামি প্রতিভা বিকাশের সুযোগ এখানে ছিল না। তো সেই প্রতিযোগিতায় হযবরল বিজয়ী হয়েছেন। ধন্যবাদ হে নতুন কূটক।

সাদিক মো আ নিজেই নিজেকে জপ্রকুউ'র বিষয়বস্থু করার জন্য প্রশ্ন দিয়েছেন। কিন্তু তার পোস্টের শিরোনামে আমার নামের বানান ভুল করার জন্য ঐ প্রশ্ন বাতিল করা হলো। ব্লগের নতুন বিষয় নিয়ে দ্রুত প্রশ্ন জমা দিন যাতে অচিরেই শুরুকরা যায় জপ্রকুউ 8।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।