চুটকিই ভরসা। ব্লগ যখন ম্যাড়ম্যাড়ে নিরস হয়ে যায় তখন চুটকি ছাড়া উপায় কী? আড্ডা নেই। বাদ-প্রতিবাদ নেই। ভালো ভালো লেখা নেই। সবই একঘেঁয়ে লাগছে। অনেকেই ডুব দিয়েছেন। কিন্তু আমরা তো আর বসে থাকতে পারিনা। সুতরাং সেই যে পুরনো কৌতুকের প্রতিযোগিতা তার দ্্বিতীয় পর্বে চলুন। হাসুন এবং হাসান।
গতবারের বিষয় ছিল শিশু। এখন মনে করুন শিশুটি বড় হয়ে কিশোর হয়েছে। বিপরীত লিঙ্গের প্রতি তার আগ্রহ বেড়েছে। বুঝে না বুঝে টাংকি মেরে যাচ্ছে। এরকম কিশোর-কিশোরী কাল নিয়ে মজার কোনো কৌতুক মনে পড়ে কি? চেষ্টা করে দেখুন। একান্তই মনে না পড়লে টাংকি মারা নিয়ে নিশ্চয়ই অনেক কৌতুক মনে পড়ছে আপনার। সেরকম কৌতুক দিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে।
আপনি হাসুন এবং আমাদেরকেও হাসান।
মন্তব্য
নতুন মন্তব্য করুন