সোহান বাশারের প্রশ্ন জিজ্ঞাসায় প্রথম পাতা ভ্যাচকায়া গেছে। এখন বাশার যে কোথায় শুয়ে আছে তাতো খুঁজে পাওয়া কষ্ট। নতুবা সংশোধন করলেই ঠিক হয়ে যেতো পাতাটা।
উপায় একটাই আপন তারিক পদ্ধতিতে জনস্বার্থে ফ্লাডিং। আপনারা দু-তিনটা পোস্ট নামিয়ে দেন দ্রুত। তাহলেই পরের পৃষ্ঠায় চলে যাবে পোস্টটা। আবার প্রথম পাতাটা পাওয়া যাবে সুনসান।
জনপ্রতি অর্ধেক পোস্ট। মোট গোঁটা চারেক দিলেই চলবে।
মন্তব্য
চোখের দেখা প্রাণের কথা
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন