অনেক প্রশ্ন পাওয়া গেছে। সবাইকে ধন্যবাদ। তবে প্রশ্নগুলো বেশ খানিকটা নখ নেই দাঁত নেই মার্কা। আসলে দোষটা সুকুমার রায়ের। তিনি বাঙালি শিশুদেরকে এরকম দাঁত-নখহীন সাপ মারায় উৎসাহী করে তুলেছেন। যা হোক, রবীঠাকুরের 'রেখেছ বাঙালি করে মানুষ করোনি' আক্ষেপকে সংক্ষেপ করে সেরকম দাঁত নখহীন একটি প্রশ্ন দেই। আপনারা তেড়ে মেড়ে ডান্ডা দিয়ে পিটিয়ে ঠান্ডা করেন । দেখা যাক, কার মনে কত দু:খ..
এবারের প্রশ্ন হচ্ছে:
"ব্লগানো বাদ দিয়ে হিমু কেন টিভি নাটক লিখতে চায়?"
মন্তব্য
নতুন মন্তব্য করুন