আমাদের রসময় ব্লগার হিমু দীর্ঘদিন ধরে নিখোঁজ। আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি টিভি নাটকে মন দিয়েছেন। হিমু কেন ব্লগানো বাদ দিয়ে টিভি লিখতে চান, তাই ছিল জপ্রকুউ-8 এর প্রশ্ন। সরাসরি হাতাহাতি ও ঢিল ছোঁড়াছুঁড়িতে ব্লগারুরা এত দক্ষ হয়ে উঠেছেন যে নেপথ্যে থেকে কূটকচালের শিল্পিত রূপে তাদের আস্থা নেই। সুতরাং হিমু বিষয়ক কচলাকচলিতে তারা মুখ খোলেননি।
তবে স্বল্পভাষীনি মাশীদ তার মান রেখেছেন। যুৎসই জবাব দিয়ে তিনি সেরা কূটকের সম্মান ছিনিয়ে নিয়েছেন। কালপুরুষের সাথে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে প্রবীণ কূটক কালপুরুষ মাশীদকে এবার আটকাতে পারেননি।
সংশ্লিষ্ট পোস্টে গিয়ে পড়ে আসুন মাশীদের জবাব।
আর প্রশ্ন দিন পরের জপ্রকুউ-র জন্য।
মন্তব্য
নতুন মন্তব্য করুন