• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

স্লোভেনিয়ার নিরন্তর সংগ্রাম (উৎসর্গ: অমি রহমান পিয়াল)

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ০৯/০৭/২০০৬ - ৬:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


ঐতিহাসিক স্থানে ঘুরলে ইতিহাসের ধারণা পাওয়া যায়। নিশ্চিত হওয়া যায় না। স্লোভেনিয়ার ইতিহাস এত দীর্ঘ যে এটি মানব সভ্যতার ইতিহাসের সমান। দু'পাতা ইতিহাস পড়েও তা বুঝা সম্ভব না। এখানে মানুষ বসতি ছিল সেই হাড়ের অস্ত্রের আমলে। অংকের হিসাবে আদমের বহু আগে। খ্রিস্টপূর্ব 100,000 থেকে 60,000-এ। তাম্রযুগে ( খ্রিস্টপূর্ব 2000 থেকে 900) এখানকার মানুষ জলাভূমি এলাকায় ক্ষেত-খামার করে জীবন চালাতো। তারপরই নানা দেশ থেকে আরেকটু প্রাগসর লোক, গোষ্ঠী বা জাতি এসে এখানকার কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের প্রক্রিয়া চালু করলো। দক্ষিণ দিক থেকে এলো লোহার ব্যবহার জানা লোকজন। তবে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে ফ্রান্স, জার্মানির সেলটিক ট্রাইবরা এসে যখন নরিক রাজ্য গড়লো।

রাষ্ট্র মানুষকে মুক্তি দেয় না ক্ষমতাসীনদের শোষণের যন্ত্রকে প্রসারিত করে সে বিতর্ক থাক। তবে স্লোভেনিয়ার মাটির সনত্দানরা শোষিত হতে থাকলো নানা বিদেশি ক্ষমতাধরদের হাতে। রোমানরা এলো, বিস্তৃত করলো তাদের শাসন। এ্যাটেলিয়ার নেতৃত্বে হুনরা আক্রমন চালালো 5ম শতাব্দীতে। বর্তমান সস্নোভিনদের পূর্বপুরুষ স্লাভরা তারপর বসতি গাড়লো এখানে। অশ্বারোহী মুররা আক্রমণ চালালো। এলো মঙ্গোলরা। তারপর কত রাজা, কত সম্রাট কতবার দখল করেছে এই ভূখন্ড আর তারা শাসিত ও শোষিত হয়েছে অথবা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই নতুন একটা জাতিসত্ত্বায় পরিণত হয়েছে। এসেছে ফ্রেঞ্চরা, জার্মানরা, অস্ট্রিয়ান শাসকরা। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। খাজনা নেবার মালিক পরিবর্তিত হয়। কৃষকদের বিদ্রোহের ইতিহাস আসে শ' তিনেক বছর ধরে। সে বিদ্রোহের মাধ্যমে সমাজগঠনের চেষ্টা চলেছে জোরোসোরে এক শ' বছর ধরে (1478 থেকে 1573)। অটোমান তুর্করা আক্রমণ করতে থাকলো 1408 থেকে। প্রোটেস্টান্ট ধর্মানুসারীদের পাল্লা ভারি হতে থাকলো। তারপর ক্যাথলিকরা একসময় এসে সব নিশ্চিহ্ন করে দিলো। দাসপ্রথা উঠে গেলো। সামন্ত-প্রভুদের মাতবরি গেলো তারপর। আরো পরে জার্মানদের শাসনে ক্যাথলিক ধর্মের রীতিনীতির প্রতিপত্তি কাটা পড়লো। অস্ট্রিয়ানদের কাছে পরাজিত নেপোলিয়ান এসে দখল নিলেন। তারপর 1814 তে আবার অস্ট্রিয়ান শাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নানা ভাঙা-গড়ার খেলা। সবশেষে টিটোর সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার ফেডারেল হলো সস্নোভেনিয়া। সমাজতন্ত্রের পতন আবার ভাঙচুর এবং যুগোস্লাভিয়ান কতর্ৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর 7 জুলাই 1991 তে পশ্চিমা দেশের ওকালতিতে একধরণের শানত্দি ফিরে এলো। 1992 তে স্লোভেনিয়া পৃথিবীর 176তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো।

জাতি, জাতির পরিচয়, জাতি-সংগ্রাম, জাতির স্বাধীনতা ইত্যাদি চেনা প্রত্যয়গুলো খুব জটিল হয়ে পেঁচিয়ে রেখেছে স্লোভেনিয়ার ইতিহাস। খুব সহজ নয় এর ঘোর-প্যাঁচগুলো ধরা কিন্তু। শোষণ ও অত্যাচারের বিরম্নদ্ধে শোষিতের যে প্রতিবাদ ও সংগ্রাম তা বুঝতে খুব একটা অসুবিধা হয় না। স্লোভেনিয়ার ইতিহাস নিরন্তর সংগ্রামের ইতিহাস।

সে তুলনায় আমরা অনেক সৌভাগ্যবান, পিয়াল। শত্রু-মিত্র চিনি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।