শিশিরদাকে অনেক শব্দ খরচ করতে হয়েছে একথা বুঝাতে যে তিনি মূলত: ক্যারিকেচার অাঁকেন । তিনি ঠিক প্রচলিত অর্থের কাটর্ুনিস্ট নন। খুব কম লোককেই হয়তো তিনি বুঝাতে পেরেছেন। সে হতেই পারে। চিত্র শিল্পের বিষয়ে আমাদের দৌড় বেশি না। ছবি আঁকা নিয়ে আমাদের রাষ্ট্রধর্মের নিষেধ আছে। ছবি নিয়ে আর্ট কলেজে পড়াকে এখনও অনেকে পড়ালেখা মনে করেন না। এক উচ্চ শিক্ষিত ভদ্রলোকের একমাত্র কন্যা অংক কষার চেয়ে ছবি আঁকতে বেশি পছন্দ করতো বলে তিনি তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গিয়েছিলেন পীর সাহেবের ফুঁ দিয়ে আনতে। সুতরাং বাংলাদেশে এখনও জোরে শোরে ক্যারিকেচার করে খাচ্ছেন একজনই, তিনি শিশির ভট্টাচার্য্য। বানানটা মনে বানান-রীতির ব্যত্যয় তাই কষ্ট করে মনে রাখতে হয়, য এর পর য-ফলাযুক্ত ভট্টাচার্য্য।
শিশিরদা'র ক্যারিকেচারের জনপ্রিয়তা প্রশ্নাতীত। ইন্টারনেট থেকে তাঁর আঁকা ও প্রথম আলোতে প্রকাশিত ক্যারিকেচারগুলো আমি মাঝে মধ্যেই হার্ড ডিস্কে কপি করে রাখি। কিন্তু শিশিরদা ছাড়া দেশের পত্রপত্রিকায় আর কারো ক্যারিকেচার চোখে পড়ে না, কেন?
লন্ডনের কভেন্ট গার্ডেন-লেস্টার-অক্সফোর্ড সাকর্াস এলাকায় বেড়াতে গেলে প্রচুর ক্যারিকেচারিস্টকে দেখা যায় রাসত্দায় বসে আছে সার ধরে। তারা পোট্রর্েট আঁকে, ক্যারিকেচারও করে। তাদের আঁকার দক্ষতা দেখলে অবাক লাগে। এত গুণী শিল্পী ফুটপাতে? বাংলাদেশে গেলে আর্ট কলেজে অধ্যাপনা করতে পারতো!!!
ছুটির দিনে হাঁটতে গিয়ে দেখা এরকম ক্যারিকেচারিস্টদের কয়েকটা ছবি তুললাম। আপনাদের জন্য।
পাদটীকা:
যারা এ পার্থক্যের কথা আগে শোনেননি তাদের জন্য দুটো সংজ্ঞা, নেট থেকে। আরো ভালো সংজ্ঞা সম্ভব।
Caricature: A likeness that captures a person
মন্তব্য
নতুন মন্তব্য করুন