আরো একটা আতংকের দিন কাটলো লন্ডনে। 7 জুলাইয়ের বোমাবাজির পর ব্রিটেন বড় একটা ধাক্কা খেয়েছিলো। কারণ বোমাবাজির সাথে জড়িতরা বাইরে থেকে আসেনি। মিডিয়ার ভাষায় তারা ছিল home grown।
এবার পন্ড হলো অনেক বেশি বড় ষড়যন্ত্র। ব্রিটেনে 9/11 ঘটনার পরিকল্পনা তারা নিয়েছিলো। অন্তত: 10টি বিমানকে আকাশে উড়িয়ে দেয়ার জন্য তরল বোমা ব্যবহারের সবকিছু ঠিকঠাক করে ফেলেছিল তারা। যাত্রীদের ভাগ্য ভালো যে ষড়যন্ত্রটি সফল হয়নি। ধরা পড়েছে 21 জনের একটি দল। বেশিরভাগ লন্ডনের ওয়ালথামস্টোর। সেইসাথে সংযুক্ত আছে বার্মিংহামের কিছু তরুণ। এদের বেশিরভাগ টিনেজার। আর সবাই মুসলিম ও পাকিস্তানী পরিবারের সন্তান।
এদের মধ্যে একজন এয়ারপোর্ট কর্মীও ছিল। ছিল ইসলামিক চ্যারিটি সদস্যও।
বিমানবন্দরগুলোতে এখন মানুষের ভিড়। বাড়তি সিকিউরিটির জন্য দেরি হচ্ছে ফ্লাইটগুলোর। কোনো ধরনের তরল পদার্থ হ্যান্ড ব্যাগেজে নিতে দেয়া হচ্ছে না। নিজের জীবন বাঁচাতে যাত্রীরা এই বিড়ম্বনা মেনে নিচ্ছেন।
তবে শহরেও এক ধরনের আতংক ছিল সারাদিন। অন্য কোনো পরিকল্পনাও থাকতে পারে ষড়যন্ত্রকারীদের।
তবে 9/11-এর পঞ্চম বর্ষ উদযাপন উপলক্ষে কিছু একটা ঘটার আশংকা রয়ে গেছেই এখনও।
মন্তব্য
নতুন মন্তব্য করুন