ফরম্যাটিং নিয়া একটা টেস্ট করছিলো নোটিশবোর্ড।
খুশি হয়ে অভিনন্দন জানিয়ে একটা পোস্টও দিয়েছিলাম। মাহবুব মুর্শেদ সুমন আরেক কাঠি সরেস। সে ভেতরের কলকব্জা ফাঁস করে পোস্টও দিলো। কর্তৃপক্ষ হতবাক। তবে জানালেন টেস্ট শেষ হলেই চলে আসবে বোতামগুলো। যেগুলো টিপলেই লেখা রঙিন হবে, গাঢ় হবে, বাঁকা হবে, লিংক দেয়া যাবে।
কিন্তু নোটিশবোর্ড সেই যে গেলো আর ফিরে এলো না। টেস্ট কোথায় চলছে কি চলছে জানি না।
যে যার মত রং লাগাচ্ছে, ছোট বড় করছে। নোটিশবোর্ড সেই গেল আওয়াজ দিয়ে, আর এলো না..
তবে আজকে নতুন আওয়াজ এলো। মোবাইল ফোনের রিং টোন, ওয়ালপেপার ইত্যাদি..নিয়ে। বুঝলাম, নতুন রঙিলা বন্ধু পাইয়া নোটিশবোর্ড আমাদের ভুইলা গেছে।
আমরা বন্ধু এখনও প্রতীক্ষায়। বোতামের অপেক্ষায়।
..বন্ধু সময় হইলে, আওয়াজ দিও ছলে
বাঁধ ভাঙিয়া ভাসায়া নিবা মরার প্রেমজলে
আছি বসে কূলে...
মন্তব্য
নতুন মন্তব্য করুন