আজিজ তুমি বড় ভাই মাজারে এসো গান গাই

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৪/১১/২০০৬ - ৮:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:


বাঙালির রসবোধ কম, এ অভিযোগ পুরনো। আমিও এ কথা বিশ্বাস করি। পান খাওয়া ফোঁকলা দাঁতের কব্বরে পা দাদী-নানীদের রসালো কথাবার্তা শুনলে মনে হতো আহ, এরা কত জীবনমুখী। উচ্ছল ও প্রাণবন্ত। কিন্তু নিশ্চিত জানতাম, কৈশোরে, যৌবনে বা মধ্যবয়সে তাঁরা ঠিকই মুখে শক্ত একটা মুখোস এঁটেই বসেছিলেন। এখন জীবন শেষ, হেসে নিচ্ছেন।হাসতে যে মানা করেছে, সেই অপরাধীকে খুঁজে বের করা কঠিন। সংস্কৃতি, ধর্ম, সমাজ, পরিবার, অর্থকষ্ট; গভীর গবেষণা দরকার। তবে কলেজে থাকতে কলেজ সংসদ নির্বাচনের সময় আমাদের কলেজ-হোস্টেলের প্রতি ব্লকে একটা রসিকজনের প্যানেল থাকতো। মস্করা করাই এসব প্যানেলের উদ্দেশ্য। সিরিয়াস নির্বাচন নিয়ে ব্যঙ্গ-রসিকতা। সবগুলোর মধ্যে সেকেন্ড ব্লকের পরিষদটার নাম মনে আছে: বামাখাস। (বাংলাদেশ মাগনা খাওয়া সমিতি)। ব্যালটে তাদের নাম থাকতো। তবে 20টার বেশি কেউ ভোট পেলে ধরা হতো সে ফেল করেছে। এবারের নির্বাচনে এরকম একটা পরিষদ দিলো খারাপ হতো না। রঙ্গ হতো। নির্বাচন উপলক্ষে উৎসব ভাবটায় রঙ্গ-ব্যঙ্গ-রসিকতার সুযোগ হতো। (কৌশিক খুলবেন নাকি একটা দল!)দেশ এখন গভীর সংকটে। আজিজকে নামানো যাচ্ছে না কিছুতেই। মানুষ মারা যাচ্ছে রাজপথে। এর মাঝেও রসিকতা করতে পারলো এই পাগল ব্যানারের লোকগুলো। বড় মজা পেলাম। দেখুন তো, ছবি দেখে আপনাদের কী প্রতিক্রিয়া হয়।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।