অজা অর্থ কি আমাকে জিজ্ঞেস করবেন না। এই ব্লগের অনেকে কপিরাইটের মামলা করতে পারে। তবে ক্যারিকেচারটা দেখুন। শিশিরদা মাইন্ড খাবে না।
মনে হচ্ছে রসালো একটা ফল নিজের ওজনে বোঁটা ছিঁড়ে টুপ করে পড়লো। শুধু লবণ মরিচ দিয়ে মাখিয়ে আহা উহু করে খাওয়ার বাকী।
দেশে রাজপথে মানুষ ধন্না দিয়ে পড়ে আছে। আমরা ব্লগে আছি বলে কিছুই করবো না তা কি হয়। একটা দিন না হয় আমরা আজিজ ভাইকে দিলাম। আমাদের ছড়িতা, চ্যাটালাপ, গুঁতাগুঁতি সব হোক তাকে ঘিরে।
যার যা খুশি, কার্টুন, রচনা, প্রবন্ধ।
আচার বানাতে সবই লাগে।
নেমে পড়ুন ব্লগের কাজে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন