বড় বেশি অদৃষ্ট ভালবাসে বাঙালি। অদৃষ্টের হাতে ভাগ্যের দায় ছেড়ে দিয়ে সন্যাসীর মৌনব্রত কে আর ভাল পারে। রাশিফল উদ্ভাবনেও যে আমাদের পূর্বপুরুষরা ভূমিকা রাখেনি তাই বা নিশ্চিত করি কী করে।
তবে রাশিফল পড়াটা বিনোদন বটে। এখন ভিডিওতেও দেখা/শোনা যাচ্ছে। অনেকদিন পর রাশিফল শোনার আগ্রহ দেখা দিল বাংলাদেশের কথা ভেবে। মার্চ না ডিসেম্বর? বাংলাদেশের জন্মমাস কোনটা? রাশিটাই বা কী? দেশটার ভাগ্যফল একটু দেখার ইচ্ছা ছিল।
ভিডিওতে রাশিফল শোনা ও দেখার চেষ্টা এখানে করতে পারেন। ব্যর্থ হলে একেও ভাগ্যের পরিহাস বলে মেনে নেয়া ছাড়া উপায় নাই। সেবাটি এওএলের। [wjsK=http://aol.astrocentre.co.uk/aoluk/ThemaVideo.aspx][/wjsK]
মন্তব্য
নতুন মন্তব্য করুন