খালেদা ও হাসিনাকে বাইরে রাখলেই দেশের রাজনৈতিক পরিস্থিতি রাহুমুক্ত হবে এটা নিশ্চয়ই বর্তমান সরকারের মূলধারণা নয়। তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল। তবে তারা যে পথে এগুচ্ছিলেন তাতে তারা সফল হননি। যেমন তারা ব্যর্থ হয়েছেন ইউনুস উদ্যোগেও। প্রেসনোট প্রত্যাহার তাই শুভলক্ষণ। যদি না তারা নতুন ষড়যন্ত্রের দিকে মন দেন।
সেনাবাহিনীর মার্চ-পাস্টের বুদ্ধিতে আর পাকিস্তান ফর্মুলা অনুসরণ বাংলাদেশের ক্ষেত্রে কাজ করবে না এটা বুঝা উচিত। অন্য দেশের পদ্ধতি কপি করলে কিছু হয় না, এ কথা ফখরুদ্দিনেরই তো ভালো জানা থাকার কথা।
যারা নতুন পরিস্থিতিতে নতুন সমাধান দিতে পারে না, কপি করা ছাড়া, তারা কিসের উপদেষ্টা। বই দেখে, ধর্মগ্রন্থ দেখে উত্তর দিতে স্কুল-মাদ্রাসার ছেলে-মেয়েরাও পারে।
কিন্তু বিষয়টায় ঘাপলা লেগে যাওয়ায় সরকার এখন হাসিনা ও খালেদার বিরুদ্ধে মামলাও দিতে পারবে না। সাজানো মনে হবে।
পুরো বিষয়টায় হাসিনা ও খালেদার নৈতিক জয় হয়েছে।
আর ষড়যন্ত্রমূলক নতুন দল তৈরি করে ক্ষমতাদখলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
(যেকোনো অশুভ উদ্যোগ পরাজিত হোক।)
মন্তব্য
নতুন মন্তব্য করুন