ফুটবলের সর্বশ্রেষ্ঠ গোল?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ১৪/০৫/২০০৭ - ৫:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


সুইডেনের এক অখ্যাত ফুটবল খেলোয়াড় এক অদ্ভুত কিকে দর্শনীয় গোল করেছেন। সুইডেনবাসী এই গোলকেই বলছেন ফুটবলের সর্বশ্রেষ্ঠ গোল।
পায়ের অদ্ভুত কারুকাজে আন্দ্রে যে গোল করেছেন তা মনে হতেই পারে ফ্লুক। কিন্তু ভিডিওটি পুরো দেখলে বুঝবেন যে এটা তার অনেক চর্চার ফসল। এরকম করে আর কেউ গোল করতে পারবেন কিনা সন্দেহ। তবে এই গোলটি না দেখলে ফুটবলের এই যাদুকরের যাদু সম্পর্কে অজ্ঞ থেকে যাবেন আপনি।
দেখুন আর আমাকে ধন্যবাদ দিন।
এই যে ভিডিওটির লিংক, অথবা ইউটিউবে বেস্ট গোল এভার লিখে সার্চ দিন।

[wjsK=http://www.metro.co.uk/sport/oddballs/article.html?in_article_id=48635&i...][/wjsK]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।