বোর্নমাউথের কাছিমটা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ১৮/০৫/২০০৭ - ১১:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইউটিউব নিয়া সবাই খেলায়।
যার যার পছন্দের ভিডিও তুলে দেয়।
ইউটিউবে একাউন্ট খুলছিলাম, সেই কবে। অরূপ কামাল যখন একটা পাখির ভিডিও ব্লগে দিছিলো সেইটা দেইখা।
ভিডিও একটা আপলোডও করছিলাম।
বোর্নমাউথ বেড়াইতে গিয়া যে ওশেনারিয়াম দেখছিলাম তার একটা ভিডিও। এখন সুযোগ পাইয়া সেইটা আপলোড কইরা দেখি। কেমন দেখা যায়।
[Bswjk]

[/Bswjk]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।