আভন নদীর তীরে
ব্রিটেনে অনেক শহরের নামের সাথে জুড়ে দেয়া হয় নদীর নাম। শহরের চেয়ে নদীটাই এতে গুরুত্বপূর্ণ শোনায়। যেমন, নিউক্যাসল আপন টাইন, স্টোক অন ট্রেন্ট। আমাদের দেশ নদীমাতৃক হলেও এমন চল নেই। খারাপ হতো না যদি শহরের নাম হতো যমুনা পাড়ের সিরাজগঞ্জ বা তিস্তা পাড়ের নড়াইল। শেক্সপিয়ারের জন্মভূমি স্ট্র্যাটফোর্ড, আভন নদীর তীরে। যদিও জেলা কাউন্সিলের নাম স্ট্র্যাটফোর্ড অন আভন, তবুও টু্যরিস্ট বোর্ডের কল্যাণে জায়গাটা স্ট্র্যাটফোর্ড আপন আভন নামেই বেশি পরিচিত। কোথাও অন কোথাও আপন কেন? -এ প্রশ্নের উত্তর দিতে পারলো না কেউ।
শেক্সপিয়ারের জন্মভূমির লোক ওরা, ওদের গ্রামার নিয়ে কে প্রশ্ন তুলবে। শহরের একেবারে মাঝখানেই জন্মেছিলেন শেক্সপিয়ার। আমাদের বাস এসে যথাসময়ে সেখানে থামলো। গ্রুপ টিকেট করা ছিলো। শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট এখন জন্মপীঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। বাড়িসহ আরো কিছু জায়গা নিয়ে খুব সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। দর্শকে সব ছোট ছোট রম্নম গুলো ঠাসা। নতুন যে ভবনটায় একটা প্রদর্শনীস্থান করা হয়েছে সেখানে শেক্সপিয়ারের সময়, তার নাটক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার একটা কল্পিত রূপ ফুটিয়ে তোলা হয়েছে। কল্পিত হলেও একে বলা যেতে পারে সবচে সম্ভাব্য অনুমান। কারণ প্রায় সাড়ে চারশো বছর আগের পুরনো জিনিসপত্র বা দলিল-দসত্দাবেজ কিছুই রক্ষা করা হয়ে ওঠেনি।
শেক্সপিয়ারও কোনো রাজপরিবারের সনত্দান ছিলেন না যে তার বাড়িঘর, পোষাক-পরিচ্ছদ সংরক্ষণ করা হবে। তার মৃতু্যর প্রায় শত বছর পরে যখন বিশ্বব্যাপী তার কদর বাড়তে থাকে তখন স্থানীয় লোকজন এসব সংরক্ষণে আগ্রহী হয়ে উঠে। তাও মূলত: ফি-বছর দর্শনার্থীদের ভিড় বাড়তে দেখেই। প্রদর্শনীস্থানে বিভিন্ন প্রামাণিক দলিলের নকল রাখা হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের বাবা জন শেঙ্পিয়ার যে 1564 সনে এই স্থানে বাস করতেন তার প্রমাণ পাওয়া যায় নগর কতর্ৃপক্ষ তাকে আইন ভঙ্গের জন্য যে জরিমানা করেছিলো সেই দলিলে। ভাগ্যিস তিনি আইন ভেঙেছিলেন! হলি ট্রিনিটি চার্চের সেই বছরের রেজিস্টারের কপিও রাখা আছে যাতে দেখা যায় উইলিয়ামকে ব্যাপটাইজ করা হয়েছিল 26 এপ্রিল। তবে 23 এপ্রিল-ই তার জন্ম ও মৃতু্য দিবস হিসেবে পালন করা হয়। জন্মের দু-একদিনের মধ্যে ব্যাপটাইজ করার রীতি তখন চালু ছিল বলেই ধারণা। শেক্সপিয়ার অবশ্য মারা গিয়েছিলেন 23 এপ্রিল, 1616 সনে মাত্র 52 বছর বয়সে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন