শেক্সপিয়ারের জন্মস্থানে -৭

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৪/০১/২০০৬ - ১০:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ক্ষুদে শেঙ্পিয়ারদের কবিতা উৎসব

গোটা পাঁচেক পুরনো বাড়ি নতুন করে নির্মাণ করেই পর্যটকদের পকেট খালি করে ফেলছে স্ট্র্যাটফোর্ডবাসী এমন ভাবা ঠিক হবে না। পুরো বছর ধরে, বিশেষ করে গরমের সময়, নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে তারা। সব বয়সের মানুষের জন্য কিছু না কিছু আয়োজন আছে। বিভিন্ন রকম অনুষ্ঠান, কোর্স ও লেকচারের ব্যবস্থা আছে। পুরো পরিবারের বিনোদনের জন্য এবং শিশুদের জন্য নানারকম স্থানীয় ঐতিহ্যবাহী খেলাধুলা, সঙ্গীত বা উৎসবের আয়োজন করা হয়। জুন মাসে হয়ে থাকে বৃহত্তম ভেড়া প্রদর্শনী। অক্টোবরে হয় আপেল পাড়ার উৎসব। কবিতা উৎসব চলে জুন থেকে অগাস্ট দু'মাস জুড়ে। নবীন প্রবীণ কবিরা তাদের কবিতা পড়ে শোনান শ্রোতাদের। নামকরা অভিনেতারা শেঙ্পিয়ারের নাটকের অংশ পড়ে শোনান। দেশ-বিদেশের নাটকের দলগুলো গরমের সময় খোলা মঞ্চে তাদের নাটক করে। তাছাড়া শেঙ্পিয়ার বিষয়ে দুপুরে বা সন্ধ্যায় পন্ডিত ব্যক্তিদের বক্তৃতা ও বিভিন্ন সাহিত্যিক অনুষ্ঠানমালা তো আছেই। আমরা যেদিন গেলাম সেই 6 অক্টোবর ছিল জাতীয় কবিতা দিবস। সে উপলক্ষেআয়োজন করা হয়েছে 'পোস্ট এ পোয়েম' প্রতিযোগিতা। ক্ষুদে শেঙ্পিয়ারদের লেখা কবিতা লেমিনেট করে তার জন্মবাড়ির চারদিকে দড়িতে ঝুলিয়ে দেয়া হয়েছে। শেঙ্পিয়ার শুধু নাটক সংশিস্নষ্ট অাঁতেলদের জন্য নন। শিশুদেরকেও তারা কি সুন্দর যুক্ত করে দিচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের সাথে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।