ব্লগে কি লেখা উচিত তা নিয়ে পাঠক লেখকদের পরামর্শচেয়ে আমি কয়েকবার লিখেছি। আড্ডাবাজ একটি লেখা লিখলেও পরে ব্লগের ব্যাকরণ সম্পর্কে ধারণা দিতে এগিয়ে আসেন নি।
আমার প্রশ্ন ছিলো ব্লগের একটা চরিত্র নির্ধারণের। গল্প বলতে আমরা এক ধরনের লেখাকে বুঝি। কবিতা, নাটক, চিঠি,ডাইরি লেখা সবকিছুরইএকটা চরিত্র আছে। ইন্টারনেটে যে ব্লগিং তারও এক ধরনের চরিত্র তৈরি হয়ে গেছে গত তিন/চার বছরে।
কেউ যখন এগিয়ে আসলেন না পরামর্শ দিতে তখন নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে নিলাম। ইন্টারনেটে সার্চ করে ব্লগ সম্পর্কে বেশ কয়েকটি লেখা পড়লাম। পড়ে দেখলাম বিশ্বের খ্যাতনামা কিছু ব্লগ। তারপর সিদ্ধান্ত নিলাম আমার ব্লগ হবে এক অর্থে আমার নিজস্ব দিনযাপনের কথকতা। অনেকটা ইমেইলের বিকল্প। আলাদা করে বন্ধুদেরকে কেমন আছি কি করছি জানাতে যে ইমেইল করি তা এখন থেকে আর করবো না। বরং জানিয়ে দেবো এই ব্লগে এখানে আছে আমার যাপিত জীবনের পদাবলী।
সিদ্ধান্ত যখন হয়ে গেলো লেখা তখন শুরু হতেই পারে। শুরু করছি আগামীকাল থেকেই।
শুভেচ্ছা সবাইকে।
মন্তব্য
শোহেইল মতাহিরের এই লেখাটি আড়াই বছরেরও বেশি পুরনো। তবু খুজতে গিয়ে খুজতে খুজতে পেলাম। লাভ হলো।
।।ব্লগ।। ব্লগ নামক জায়গাটায় কী লিখবো বা কী লেখা হতে পারে বা কী লেখ যায়? বিষয়টি নিয়ে আমি ভাবছি, ভাবছি না ঠিক, বিষয়টি আমাকে ভাবাচ্ছে সচলায়তনে যোগ দেওয়ার পর থেকেই।
মতাহিরের বক্তব্যটা ভালো লেগেছে। এক ধরনের গাইডলাইন পাওয়া যায় ব্লগলেখা সম্পর্কে। আরও কিছুটা স্পষ্ট হওয়ার সুযোগ কি আছে এক্ষেত্রে?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন