ব্লগ সাইটটা এখন একটা ভালো আকার নিয়েছে। তাই অনেকদিন থেকে যা করবো করবো ভাবছিলাম, তা আজ করেই ফেল্লাম। গোটা পঁচিশেক বন্ধু-বান্ধবকে আমন্ত্রণ জানালাম। এ থেকে অন্তত: 5 জনও যদি সাইটে নিয়মিত হয়। তবে খারাপ হয় না।
মাসুদা অবশ্য ইতোমধ্যে ওর ব্লগ খুলে ফেলেছে। আমার ধারণা অন্যরাও একই কাজ করতে পারেন। আমন্ত্রণ জানান পরিচিত বন্ধুবান্ধবদের। আরো বেশি জমে উঠুক আকাশমেলা।
ছবি: জিল ফ্রস্টের পেইন্টিং 'ইনভাইটেশন'
মন্তব্য
নতুন মন্তব্য করুন