বিবিসি টিভির প্রামাণ্যচিত্রের জন্য বাঙালি তরুণ-তরুণী

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৮/০২/২০০৬ - ১:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


10 বছরের বেশি সময় বাংলাদেশে যাননি এমন তরুণ-তরুণি কেউ কি আছেন যারা বিবিসি-র টিভি ক্যামেরাকে নিয়ে যেতে চাইবেন আপনাদের সাথে বাংলাদেশে।
এ অনুষ্ঠানটিতে ধারণ করা হবে আপনার চিন্তা-ভাবনা, বাংলাদেশ সম্পর্কেধারণা। এবং বাংলাদেশে পৌঁছার পরে যা কিছু প্রত্যক্ষ করলেন সে সম্পর্কে আপনার প্রতিক্রিয়া।
অনুষ্ঠানটি বিবিসি টিভির জন্য ধারণ করা হবে মার্চ-এপ্রিলে। অন্তত: তিন সপ্তাহ থাকতে হবে আপনাকে বাংলাদেশে। আর অনুষ্ঠানটি ইংরেজি ভাষাভাষিদের জন্য ধারণ করা হবে বিধায় আপনাকে ইংরেজিতে ভালো হতে হবে।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি এ অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক হন তবে আমার ই-মেইলে যোগাযোগ করুন। অনেকেই নিশ্চয় এ অভিজ্ঞতাকে আনন্দের সাথে নেবেন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।