সোমবারে কেউ বিবাহ বার্ষিকী করে? এই ছিল আমারএকমাত্র প্রশ্ন। যে দেশে রাণীর জন্মদিনও পালন করা হয় ছুটির দিন মিলিয়ে সেদেশে এরকম যন্ত্রণা করা। কিন্তু মাসুদা ভাট্টি ও তার স্বামী 20 ফেব্রুয়ারিই অনুষ্ঠান করবে।
একদিকে তাতে সুবিধাই হলো। অতিথিদের সংখ্যা বেশি ছিল না। মাসুদা আজ সেজেছিল খুব সুন্দর করে। তবে শাড়ি, টিকলি সব ছাড়িয়ে চোখে পড়ছিল ওর সিঁদুর।আহা বাঙালি মেয়ে সুদূর বিলেত এসেও সিঁদুরের প্রতি আগ্রহ কমে নি। সংস্কৃতি বোধহয় এভাবেই পার হয়ে যায় সাত সমুদ্র তের নদী।
সিঁদুর খুব ভালো চোখে নেয় না বাঙালি মুসলমান। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন বৈশাখী মেলায় সিঁদুর পরে এসেছিলো আমাদের এক মেয়ে-বন্ধু। আমি তো খেয়ালই করিনি। ক্লাসের দিন যখন কয়েকজন ছেলে বন্ধু এই গল্প ফেঁেদ বসলো যে হিন্দু ছেলের সাথে ও প্রেম করে তখন বিষয়টা আমার নজরে এলো। ওকে গিয়ে জিজ্ঞেস করলাম কেনো সবাই এরকম কথা বলছে। ও বললো তুই জানিস না আমি ঐ দিন সিঁদুর পরেছিলাম। আমি বিষয়টি পুরোপুরি না বুঝেও বল্লাম ও আচ্ছা।
সংস্কৃতিকে কিভাবে আমরা গুলিয়ে ফেলি ধর্মের সাথে। আর নেমে পড়ি বিতর্কে। ভাবতেও অবাক লাগে। ইন্দোনেশিয়ার একটি অঞ্চলে আজানের সাথে ঢোল বাজায়। দেশে দেশে রামাদান নামে একটি প্রামাণ্য চিত্র দেখাতো বিটিভি। খুবই প্রশংসিত হলো এটি প্রথমে। কিন্তু যেদিন আজানের সাথে ঢোল বাজানোর দৃশ্য দেখালো সেদিনই অনেক লোকের ফোন আর প্রামাণ্যচিত্র বন্ধ।
মাসুদার সুবিধা যে বিলেতে এভাবে তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে আসবে না। নতুবা দেশে মৌলবাদ যেভাবে তড়পাচ্ছে এখন এরকম ঘটনায় হয়তো খুনোখুনি হয়ে যেত।
মন্তব্য
নতুন মন্তব্য করুন