যখন কম্পিউটার প্রথম এসেছিল তখন অনেকেই ভেবেছিল কাগজ, বই এসব বুঝি উঠে যাবে, কিন্তু তা হয়নি। কেনো হয়নি তার বিস্তৃত ব্যাখ্যা দেয়া সম্ভব। আমার মূল পয়েন্ট হচ্ছে এটি তুলে ধরা একজন ভালো লেখক তখনই ব্লগ লিখবেন যখন তিনি নিশ্চিত হবেন তার পরিশ্রম ও লেখা হারিয়ে যাবে না।
সবাই লেখক হয় না কেউ কেউ লেখক। লেখকেরা তাদের সৃষ্টিকে ভালোবাসের সন্তানের মত। লেখা অনেক সময়ই লেখকের কাছে অমরত্বের সন্ধান। তো ব্লগের লেখা যদি মানহীন লেখা, মন্তব্য আর ই-গালাগালি'র নীচে হারিয়ে যায় তবে সত্যিকার লেখকরা কখনও চাইবেন না এখানে লিখতে।
সুতরাং আমার প্রস্তাব প্রতি মাসের ভালো লেখাগুলো দিয়ে একটি ই-ম্যাগাজিন প্রকাশ করা হোক। এই কর্তৃপক্ষ যদি তা না পারেন তবে উৎসাহী অন্য কাউকে কন্ট্রাক্ট দিতে পারেন। জনমত জরিপের মাধ্যমে লেখা প্রকাশ করে ই-ম্যাগাজিন তৈরি করলে এবং তা অল্প দামে বিক্রির ব্যবস্থা করলে অনেকেই আগ্রহী হবেন। আর প্রকাশযোগ্য লেখার জন্য তখন তারা আরো মানসম্মত লেখা তৈরিতে উৎসাহী হয়ে উঠবেন।
আমার প্রস্তাব কাদের কাছে গ্রহনযোগ্য মনে হলো? হাত উঠান। ))
মন্তব্য
নতুন মন্তব্য করুন