শুধু এক ফুল দিয়ে বাগান হয়। নিশ্চয় তা সুন্দরই হয় কিন্তু তা বৈচিত্রময় হয় না। বিচিত্র ফুলের যে বিচিত্র রং, আকার , বৈশিষ্ট্য অথবা সুবাস তার কিছুই পাওয়া যায় না এতে। সৌন্দর্য পিয়াসী তখন ভোগে একঘেঁয়েমির দুর্ভোগে। ফুলের আবার ঋতু থাকে। অনেক ফুল তাই অনেক ঋতুতে ফোটে না। তখন বাগানটা খাঁখাঁ পড়ে থাকে। যদি ভিন্ন ঋতুর কিছু ফুল থাকতো তবে হয়তো অন্যরকম কিছু ফুলে বাগান ভরে থাকতো। এর মাঝে কিছু ফুল প্রিয় হয়। অন্যগুলো তেমন জনপ্রিয়তা পায় না। তাই বলে সেগুলোকে বাগানছাড়া করাটাও কোনো সুবুদ্ধির পরিচায়ক না। প্রকৃতিতে এই যে বিভিন্নতা ও বিচিত্রতা এটি প্রকৃতিকে দিয়েছে এক অপার সুষমা।
এই ভিন্নতা ও বিচিত্রতা সব জায়গাতেই প্রয়োজন। জ্ঞান ও বুদ্ধির জগতে। সৃষ্টিশীলতার জগতে। ধর্ম, বিশ্বাস ও দর্শনের জগতে। এই ব্লগ ও তার ব্লগারদের লেখালেখির মধ্যেও।
মন্তব্য
নতুন মন্তব্য করুন